হোমনা( কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার হোমনা পৌর সভার বাস স্ট্যান্ড এলাকার স্যানিটারীর দোকানে চুরির ঘটনায়
দুই জনকে আটক করেছে পুলিশ।
আটক কৃতরা হলেন, তিতাস উপজেলার বাতাকান্দি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে শেখ ফরিদ ওরফে বাদন (১৯) ও হোমনা উপজেলার আছাদপুর ইউনিয়নের চিৎপুর গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে মো. সিহাব (২৪)।
থানাসূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর রাতে হোমনা পৌরসভাস্থ মেসার্স জাকির অ্যান্ড সন্স সেনেটারি, টাইলস ও ইলেকট্রনিক্স দোকানে চুরির ঘটনা ঘটে। এতে দোকানের তালা ভেঙে বিজলী ক্যাবল কোম্পানির ৫ কয়েল বৈদ্যুতিক ক্যাবল চুরি করে নিয়ে যায়।যার আনুমানিক মূল্য ৬৫ হাজার ১১৫ টাকা।
এ ঘটনায় দোকানের মালিক মো. মামুন মিয়া থানায় অভিযোগ দায়ের করলে, পুলিশ তা নিয়মিত মামলা হিসেবে রুজু করে। পরে দায়িত্বপ্রাপ্ত এস আই (নিরস্ত্র) মীর হোসেন সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে চোরদের শনাক্ত করে গ্রেফতার করতে সক্ষম হয়।
এসআই মীর হোসেন জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এবং তাদের স্বীকারোক্তির ভিত্তিতে তিতাস থানার শিবপুর এলাকায় একটি ভাঙ্গারি দোকান থেকে চোরাইকৃত বৈদ্যুতিক ক্যাবল উদ্ধার করে। পরে জব্দ তালিকাসহ গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
এ বিষয়ে ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম জানান, “চুরির ঘটনায় আটককৃত দের কোর্টে চালান করা হয়েছে। এর সাথে আরও কেহ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
Check Also
হোমনায় শিক্ষক ও সহপাঠিদের চোখের জলে চিরবিদায় নিল জবি’র মেধাবী ছাত্রদল নেতা যুবায়েদ
হোমনায় শিক্ষক ও সহপাঠিদের চোখের জলে চিরবিদায় নিল জবি’র মেধাবী ছাত্রদল নেতা যুবায়েদ দর্পণ নিউজঃকুমিল্লার …
দৈনিক দর্পণ নিউজ দৈনিক দর্পণ নিউজ 24