হোমনা(কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় অরাজনৈতিক মানবিক সংগঠন স্বেচ্ছাসেবী ফোরাম এর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র( কম্বল) বিতরণ করা হয়েছে।
শুক্রবার(২৭ ডিসেম্বর) দুপুরে হোমনা উপজেলা পরিষদ মাঠে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
হোমনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ক্ষেমালিকা চাকমা উক্ত শীতবস্ত্র বিতরণ উদ্বোধন করেন।
এ সময়, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ওয়াসিম,উপ-সহকারী প্রকৌশলী মো. কামরুল হাসান,ঊষার আলো মানব সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠা পরিচালক মো.সাঈদ আলম, সিনিয়র শিক্ষক সাংবাদিক মো. আইয়ুব আলী, সাংবাদিক আলাউদ্দিন মিয়া, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য মো.শফিকুল ইসলাম, মো.আকরাম, মো. ছাদেকুর রহমান,মো. নজরুল মোমিন , মো.মেহেদী হাসান সহ স্বেচ্ছাসেবী ফোরামের অন্যন্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়,২০২৩ সালে হোমনা উপজেলার কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ে “হোমনা স্বেচ্ছাসেবী ফোরাম গঠিত হয়। সংগঠনটি পর থেকে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সামগ্রী বিতরণ, উপজেলার বিভিন্ন এলাকায় বৃক্ষরোপন কর্মসূচী পালনসহ বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী পৌছে দিয়ে বেশ সুনাম অর্জন করেছে সংগঠনটি।
সংগঠনের সভাপতি মো. সাঈদ আলম জানান, সংগঠনের নিজস্ব অর্থায়নে ৭০ জন দরিদ্র অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ( কম্বল) বিতরণ করা হয়েছে।
তিনি আরো বলেন,স্বেচ্ছাসেবী ফোরামের মাধ্যমে সমাজে মানবিক মূল্যবোধ সৃষ্টির লক্ষে কাজ করে যাচ্ছে। ইভটেজিং,বাল্যবিবাহ বন্ধ সহ মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষে স্বেচ্ছা সেবকের দ্বায়িত্ব পালন করে আসছে প্রত্যেকটি সদস্য।
ইতোমধ্যে উপজেলায় প্রতিটি ইউনিয়নে কমিটি গঠন করার উদ্যোগ গ্রহন করা হয়েছে। ।