নিজস্ব প্রতিনিধি :
কুমিল্লার হোমনায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাত ৬ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে হোমনা সরকারি ডিগ্রি কলেজের সহযোগীতায় বধ্যভূমি স্মৃতি স্তম্ভে মোমবাতি প্রজ্জ্বলন, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হোমনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে হোমনা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক ইকবাল হোসেন এর উপস্থাপনায় উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা সহকারী কমিশনার (ভূমি) মো. ইউছুফ হাসান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদন,হোমনা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলাম,
বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, হোমনা প্রেস ক্লাবের সভাপতি মো. আব্দুল হক সরকার, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এটিএম মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা সরকারি ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল গনি ভূইয়া,মো. ফরিদ খান, নাজমুল ইসলাম, , মো. ফেরদৌস আবদুল্লাহ, মো. হুমায়ুন কবির, মো. কামাল হোসেন, ফকির মো. সাদেক মো. ফুলমিয়া, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ওয়াসিম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মন,সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
পরে সকল শহীদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করেন কলেজ মসজিদের খতিব মাওলানা মো. মাইন উদ্দিন।আলোচনা সভার প্রথমে শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন,বুদ্ধিজীবি দিবসের উপর প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।