Breaking News

হোমনায় রাষ্ট্রীয় মযার্দায় বীর মুক্তিযোদ্ধা মো: ফরিদ উদ্দিনের দাফন সম্পন্ন!

দর্পণ ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার হোমনায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন(৭৪) এর লাশ দাফন সম্পন্ন করা হয়েছে।সে উপজেলা আসাদপুর ইউনিয়নের পাথালিয়াকান্দি গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার ১৯ শে অক্টোবর বিকালে পাথালিয়াকান্দি মসজিদ মাঠে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউসুফ হাসানের নেতৃত্বে পুলিশের একটি একটি দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। পরে পাথালিয়াকান্দি ঈদগাহ মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

পারিবারিক সূত্রে জানাগেছে,, বীর মুক্তিযোদ্ধা মো.ফরিদ উদ্দিন দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গত ১৯ই অক্টোবর ভোর রাতে ঢাকা বনশ্রী বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর তিনি স্ত্রী, দুই ছেলে দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন গেছেন।

About Darpan News24

Check Also

আজ ২৩ ডিসেম্বর হোমনা মুক্তদিবস!

আবদুল হক সরকার//২৩ ডিসেম্বর কুমিল্লার হোমনামুক্ত দিবস। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর যখন সারা দেশ বিজয়ের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *