হোমনায় যুব স্বেচ্ছাসেবী ফোরামের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
হোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনায় যুব স্বেচ্ছাসেবী ফোরামের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার( ৭ আগস্ট) বেলা ২টায় দিকে রামকৃষ্ণপুর কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে বিভিন্ন প্রজাতির ৪২০ টি গাছের চারা বিতরণ করেন চান্দেরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবী ফোরাম।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় হোমনা যুব স্বেচ্ছাসেবী ফোরামের সভাপতি মো. সাঈদ আলম জানান, বৃক্ষরোপন কর্মসূচী তাদের সংগঠনের চলমান সমাজকল্যাণমূলক কার্যক্রমের অংশ। এর পাশাপাশি রক্তদান, শিক্ষা সহায়তা এবং দুর্যোগকালীন সময়ে সহায়তা প্রদান সহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছি। আমরা চাই, তরুণ প্রজন্ম শুধু গাছ লাগিয়ে দায়িত্ব শেষ না করে নিয়মিত পরিচর্যা করে যাতে সত্যিকার অর্থে একটি সবুজ ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে উঠে।
রামকৃষ্ণপুর কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন এ কর্মসূচীকে সাধুবাদ জানিয়ে বলেন,এই ধরনের উদ্যোগ নিঃসন্দেহে সমাজে ইতিবাচক বার্তা দেয়। পরিবেশ রক্ষচ ও সমাজ সংস্কারে যুব সমাজ এগিয়ে আসলে আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য সুন্দর সমাজ গঠন করা সম্ভব হবে। আজকের কর্মসূচী তার একটি অনুপ্রেরণা হয়ে থাকবে।
এ সময় হোমনা উপজেলা যুবস্বেচ্ছাসেবী ফোরামের সভাপতি ও ঊষার আলো মানবকল্যান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মো.সাঈদ আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, সহকারী প্রধান শিক্ষক মোয়াজ্জেম হেসেন,
হোমনা প্রেস ক্লাবের সাহিত্য সম্পাদক সাংবাদিক আল্ আমিন শাহেদ, রামকৃষ্ণপুর কে,কে,আর,কে উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইস্রাফিল, মুক্ত জীবন রক্তদান ফাউন্ডেশনের আব্দুল্লাহ আল ফয়সাল, জামাল সরকার ও মোঃ সাঈদী, যুব স্বেচ্ছাসেবী ফোরামের চান্দেরচর ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক মো: শাহীন সরকার, সহ-সভাপতি সোহেল আহমেদ রাজ, অর্থ সম্পাদক মো: নজরুল মমিন, যুগ্ম সাধারণ সম্পাদক সামিউল বাসির, সদস্য রাকিব রায়হান, সাদেকুর রহমান,মো: রবিন,রাসেল আহমেদ, সোহেল আহমেদসহ
কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, স্থানীয় যুব সমাজ ও গণ্যমান্য ব্যক্তি ও বিদ্যালয়ের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
Check Also
হোমনায় সোনালী ব্যাংক পিএনসি’র অবসরপ্রাপ্ত জিএম জহিরুল ইসলাম রঘুনাথপুর ফাজিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত!
হোমনা ( কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লা জেলার হোমনা উপজেলার ঐতিহ্যবাহী রঘুনাথপুর দারুস সুন্নাত নেছারিয়া ফাযিল মাদ্রাসার গভর্নিং …