হোমনা (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার হোমনায় প্রখ্যাত শিল্পপতি, যমুনা গ্রুপের চেয়ারম্যান ও দদৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীরমুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলাম বাবুলের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার ১৯ জুলাই সকাল ১১ টায় দৈনিক যুগান্তর হোমনা প্রতিনিধি আবদুল হক সরকারের আয়োজনে হোমনা প্রেস ক্লাবে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হোমনা প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তর হোমনা প্রতিনিধি মো. আবদুল হক সরকারের সভাপতিত্বে
বক্তব্য বক্তব্য রাখেন ,হোমনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও হোমনা সরকারি ডিগ্রী কলেজের সহযোগী অধ্যাপক ফেরদৌস আবদুল্লাহ, হোমনা থানা প্রেস ক্লাবের সভাপতি মো. কামাল হোসেন, উপজেলা বিএনপির সহ সভাপতি মো. আলমগীর সরকার, কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয় হাফেজিয়া মাদ্রাসার সুপার মাওলানা নেছার উদ্দিন,উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা সামসুল হক, সহকারি ইমাম হাফেজ মাওলানা আবদুল কুদ্দুস ও হোমনা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক কবি দেলোয়ার প্রমূখ।
এ ছাড়া অনুষ্ঠানে পৌর বিএনপির যুগ্ন আহবায়ক সফিকুল ইসলাম বিটন,হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান, আশা’র বিভাগীয় অডিটর মো. জালাল উদ্দিন, দৈনিক যুগান্তর তিতাস প্রতিনিধি মো. মহসীন হাবিব, হোমনা থানা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মনিরুজ্জামান মনির, সমাজ সেবা অধিদপ্তরের ফিল্ড কোর্ডিনেটর মো. মেসলেহ উদ্দিন সাংবাদিক আবুল কাশেম ভূইয়া, মো আইয়ুব আলী, আতিকুর রহমান ভূইয়া, শরীফ সরকার, সফিকুল ইসলাম মুন্না, রুহুল আমীন জুয়েল, তপন মিয়া সরকার, মো. তরিকুল ইমলাম তারেক, মো. সাইদুর রহমান, মো. রাসেল আহাম্মদ, মো. মনিরুজ্জামান মনির, মো. গিয়াস উদ্দিন ও সোনিয়া আফরিন সহ হোমনা উপজেলায় কর্মরত সাংবাদিক, মাদ্রাসা শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী সমাজ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন,”বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল ইসলাম বাবুল শুধু একজন সফল শিল্পপতিই নন, তিনি ছিলেন একজন সফল শিল্প উদ্যোক্তা ও একজন মানবিক ও দূরদর্শী ব্যক্তি । তাঁর তৈরি করা যমুনা গ্রুপ বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। আমরা তার আত্মার মাগফেরত কামনা করছি। এবং যমুনাগ্রুপের উত্তোরত্তর সমৃদ্ধি কামনা করছি।
পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম হযরত মাওলানা মো. সামসুল হক মোনাজাত পরিচালনব করেন।
পরে তবারক বিতরণ করা হয়