দর্পণ নিউজ ডেস্কঃ
কুমিল্লার হোমনায় যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে মহান বিজয় দিবস ২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৬ ডিসেম্বর ১১ টায় উপজেলার প্রসাশনের আয়োজনে উপজেলা শিল্পকলা একাডেমীতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমন দে এর সভাপতিত্বে আলোচনা সভাও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম,পৌর মেয়র এ্যাড. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুল বক্তব্য রাখেন।
এ ছাড়া শুক্রবার ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভসূচনা করা হয়। পরে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌরসভা, থানা, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাকের পার্টি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধানিবেদন করেন।
সকাল ৮টায় হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে’ প্রধান অতিথি সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী, উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম পুলিশ বাহিনী কর্তৃক সসস্ত্র অভিবাদন গ্রহন ও বিজয় দিবসের কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমন দে এর সভাপতিত্বে সরকারি কর্মকর্তা কর্মচারি, বীরমুক্তিযোদ্ধা, শিক্ষক- সাংবাদিকসহ সহস্রাধিক স্থানীয় গণ্যামন্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। বিকালে আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় গন্যমান্য ও মুক্তিযোদ্ধা একাদশ বনাম কর্মকর্তা একাদশেরর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
সন্ধ্যা ৭ টায় শিল্পকলা একাডেমীতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।