হোমনা( কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার হোমনা উপজেলায় মাদকের ভয়াবহ বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সাধারণ জনগণ। সম্প্রতি উপজেলাজুড়ে ইয়াবা, গাঁজা ও ফেনসিডিলের অবাধ কেনাবেচা এবং কিশোরদের মধ্যে মাদকের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী।
রবিবার ৫ জুলাই দুপুরে উপজেলার শোভারামপুর এলাকায় স্থানীয় শতাধিক নারী-পুরুষ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। তারা অভিযোগ করেন, এলাকার কিছু চিহ্নিত মাদক কারবারি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে গেলেও তেমন কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এতে করে যুব সমাজ ধ্বংসের পথে যাচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, মাদক বিক্রেতারা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে মুখ খুলতেও ভয় পায় সাধারণ মানুষ। বিশেষ করে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে ইয়াবা ছড়িয়ে পড়ায় অভিভাবক মহল চরম উদ্বিগ্ন।
এ সময় বিক্ষোভকারীরা মাদক কারবারিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময়” মাদকের আস্তানা, এলকায় থাকবে না, মাদকের বিরুদ্ধে চল যাই যুদ্ধে, মাদকমুক্ত হোমনা চাই”, “মাদক কারবারিদের বিচার চাই” এ ধরনের মাদক বিরোধী বিভিন্ন শ্লোগান দিতে দেখা গেছে।
এ বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আমরা কাজ করছি। ইতিমধ্যে বেশ কয়েকজন মাদক কারবারিকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে। তবে এলাকাবাসী যাদের বিরুদ্ধে অভিযোগ করছে, গোপনে তাদের নাম-ঠিকানা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা বলেন, “মাদক প্রতিরোধে প্রশাসন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সবাইকে এগিয়ে এসে তথ্য দিয়ে সহযোগিতার আহবান জানান।
Check Also
হোমনায় দলিল লিখক ও স্ট্যাম্প ভেন্ডার সমিতির নতুন কমিটি গঠন। ( সভাপতি শুক্কুর আলী মোক্তার সেক্রেটারী সামসুল হক মোক্তার)
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় বাংলাদেশ দলিল লিখক ও স্ট্যাম্প ভেন্ডার সমিতির হোমনা শাখার নতুন কমিটি …