হোমনা( কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার হোমনা উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নে মাথাভাঙ্গা -কাঠপট্টি নতুন রাস্তা নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ রবিবার (২৩ জুলাই) দুপুরে স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
জানা গেছে, কুমিল্লা জেলা পরিষদের ২০২১-২২ অর্থবছরে মাথাভাঙ্গা ইউনিয়নের সাদ্দাম বাজার থেকে কাঠপট্টি বাজার পর্যন্ত নতুন রাস্তা নির্মান করা হবে। এতে ব্যয় ধরা হয়েছে ৫ লক্ষ ৫০ হাজার টাকা। পরে রাস্তার কাজের উদ্বোধন করার পর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী বলেন, হোমনার প্রতিটির ইউনিয়নে আনাচে-কানাচে অনেক রাস্তার কাজ অসমাপ্ত রয়েছে, আস্তে আস্তে সবগুলো কাজ করা হবে।
কোনো রাস্তা পাঁকা ছাড়া থাকবে না।
বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাস করে আমরা উন্নয়নের ধারা অব্যহত রাখতে চাই, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসাসহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজের পাশা পাশি সন্ত্রাস, চাঁদাবাজও মাদকমুক্ত সুস্থ সমাজ গড়ে তুলার অঙ্গিকার করেন তিনি।
হোমনা থানা অফিসার ইনচার্জ( ওসি) মো. সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক কায়সার আহাম্মেদ বেপারী,সাংগঠনিক সম্পাদক সৈয়দ মেহেদী হাসান, মো. মাইনুল সরকার,ইউপি সদস্য শরীফুল ইসলাম,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফোরকানুল ইসলাম পলাশ সহ দলীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।