Breaking News

হোমনায় মব জাস্টিস ও তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

দর্পণ ডেস্ক রিপোর্ট

কুমিল্লার হোমনয় সারা দেশে বিচারবহির্ভূত ‘মব জাস্টিস’ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য ও পরিকল্পিত ভাবে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটানোর প্রতিবাদে উপজেলা বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকালে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন এবং বিভিন্ন শ্লোগান দেয়।
কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, হোমনা উপজেলা বিএনপির সভাপতি মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল, হোমনা পৌর বিএনপির সভাপতি মো. ছানা উল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মো.নজরুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল লতিফ, মো. জাকির হাসান, আলমগীর সরকার, শামসুদ্দিন আহম্মেদ, মো. শাহ আলম, মো. মিজানুর রহমান, মো. শাহজাহান মোল্লা, সেফালী বেগম, শাহ আলম হিমেল, যুবদল আহবায়ক মো. জামাল উদ্দিন, জহিরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো.অহিদুজ্জামান মোল্লা, শ্রমিক দলের আহবায়ক মো. মনিরুল ইসলাম সরকার কৃষকদল সভাপতি মো.জহিরুল ইসলাম জগলু, সাধারণ সম্পাদক সালা উদ্দিন নজু উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহ জাহান শাজু যুগ্ন আহবায়ক হুমায়ুন কবির নিরব, সেলিম মাস্টারসহ উপজেলা ও পৌর বিএনপি ও তার অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী মিছিলে অংশ গ্রহন করেন।

About Darpan News24

Check Also

হোমনা-মুরাদনগর ২২ কি.মি. সড়ক খানাখন্দে বেহাল, জনদুর্ভোগ চরমে!

হোমনা-মুরাদনগর ২২ কি.মি. সড়ক খানাখন্দে বেহাল, জনদুর্ভোগ চরমে — দেখার যেন কেউ নেই!হোমনা( কুমিল্লা) প্রতিনিধি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *