ডেস্ক রিপোর্ট।।
কুমিল্লার হোমনায় ভিপি ইব্রাহিম ফাউন্ডেশনের মাসিক ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম শুরু হয়েছে।
আজ শনিবার (১১ অক্টোবর) সকাল ১১ টায় মাথাভাঙ্গা ইউনিয়নের জয়দেবপুর সাদ্দাম বাজারে ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হোমনা উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) ক্ষেমালিকা চাকমা।
ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক বিশিষ্ট সমাজ সেবক হযরত আলী সওদাগরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শহীদ উল্লাহ, ডা. মো. রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধা আবদুল করিম, সমাজ সেবক মো. ফারুক উদ্দিন, কুমিল্লা(উ:) জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. অহিদুজ্জামান মোল্লা,ফাউন্ডেশনের সভাপতি আলমগীর হোসেন, রাজু আহমেদ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তাগন অর্থের অভাবে কোনো রোগী যাতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্য নিয়ে ফাউন্ডেশন কাজ করে যাবে । এর পাশাপাশি মানবিক সহায়তা প্রদান,বৃক্ষরোপন কর্মসূচী পালন, বাল্যবিয়ে প্রতিরোধ,ইফটিজিং ও মাদক মুক্ত সমাজ গঠনে ফাউন্ডেশন আন্তরিকতার সাথে কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
মাসিক মেডিকেল পরিচালনার জন্য সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করা হয়।
পরে চিকিৎসা সেবা কার্যক্রমের দায়িত্ব পালন করেন হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ শহিদুল্লা এবং ডা. রেজাউল করিম। প্রথম দিনে ১৫০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়েছে।