Breaking News

হোমনায় বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায়, দোয়ার মাাঝেই গুড়ি গুড়ি বৃষ্টি!

মো, আব্দুল হক সরকার
কুমিল্লার হোমনায় অসহনীয় গরমে বৃষ্টির আশায় ইস্তিসকার নামাজ আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুন) সকাল ৯টার দিকে হোমনা পৌর সভার ২নং বাগমারা গ্রামের হ্যালিপ্যাড মাঠে এ ইস্তিসকার নামাজ আদায় করা হয়। উক্ত নামাজে অন্যানের মধ্যে হোমনা প্রেস ক্লাবের সভাপতি মো. আব্দুল হক সরকার, বিশিষ্ট সমাজ সেবক ইকবাল হোসেন শামীম, মো. ইব্রাহিম, সফিকুল ইসলাম, পৌর বিএনপির য়ুগ্ন আহবায়ক মো. নজরুল ইসলাম, আওয়ামী যুবলীগ নেতা জাকির হোসেন বাঘা, মো. ইব্রাহিম, আবুল খায়ের, সোহাগ সালাহ উদ্দিন সাংবাদিক কবি দেলোয়ার সহ আশে পাশের গ্রামের প্রায় ৫ শতাধিক মুসল্লি এতে অংশ গ্রহন করেন।

বাগমারা গ্রামবাসির উদ্যোগে আয়োজিত ইস্তিসকার নামাজে ইমামতি করেন বাগমারা ছিদ্দিকিয়া ইসলামীয়া মাদ্রাসার সাবেক মুহ্তামিমএবং আয়েশা সিদ্দিকা( রাঃ) মহিলা মাদ্রাসার মোহতামিম মুফতি নুরুজ্জামান। আলোচনা করেন মুফতি রাকিবুল ইসরাম, হাফেজ আবদুছ ছালাম, মাওরানা মো.ইসমাইল, মাওলানা আবদুল্লা কাসেমী প্রমুখ।

নামাজ শেষে মোনাজাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা হয়। একই সঙ্গে চোখের পানি ফেলে বৃষ্টির জন্য আল্লার দরকারে দোয়া করেন মুসল্লিরা। এ সময় মুসল্লিদের মাঝে কান্নার রোল পড়েযায়।

মুসল্লিরা জানান, গত কয়েকদিন ধরে হোমনায় তাপদাহে পুড়ছে সকল শ্রেণি পেশার মানুষ। এর সঙ্গে যুক্ত হয়েছে অতিমাত্রায় লোডশেডিং। প্রচণ্ড গরমে মানুষের নাভিশ্বাস উঠেছে। ঘরে-বাইরে কোথাও স্বস্তি নেই। রোদে কাজ করতে গিয়ে হাঁপিয়ে উঠছে মানুষ।

এ দিকে সকাল ১০টার দিকে বৃষ্টির আশায় ইস্তিসকার নামাজ শেষে প্রায় ২০ মিনিট পর্যন্ত দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা সময় হালকা বাতাস বইতে শুরু করে। এরপর গুড়িগুড়ি বৃষ্টি পড়তে থাকে।

About Darpan News24

Check Also

হোমনায় দুর্নীতির দায়ে বদলি হওয়া সেই ভূমি কর্মকর্তা পূর্বের কর্মস্থলে বদলী!

হোমনা( কুমিল্লা) প্রতিনিধি অনিয়ম ও দুর্নীতির কারণে বদলী হওয়া কুমিল্লা জেলার হোমনা উপজেলা চান্দেরচর ইউনিয়নের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *