হোমনা( কুমিল্লা) প্রতিনিধি:
‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি ‘ এ প্রতিপাদ্য নিয়ে কুমিল্লার হোমনায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে রবিবার (৫ অক্টোবর) বেলা ১১ টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে একটি র্যালি শুরু হয়ে হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) ক্ষেমালিকা চাকমা।
হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক সাংবাদিক মো. আইয়ুব আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন,কফিল উদ্দিন পাইলট বালিকানউচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা বেগম, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান, খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, চান্দেরচর দারুল ইসলাম আলীম মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মনিরুল ইসলাম, নিলখী সহকারি প্রধান শিক্ষক মোঃ নুরুজ্জামান প্রমূখ।
এ ছাড়া কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ শরিফুল ইসলাম, হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইউসুফ আলী, হোমনা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও সাংবাদিক মোঃ আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিনসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
Check Also
হোমনা পৌরসভার প্রথম মেয়র হারুন মিয়ার ইন্তেকাল!
হোমনা( কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনা পৌরসভার প্রথম মেয়র, হোমনা সদর ইউনিয়ন পরিষদের তিনবারের চেয়ারম্যান, হোমনা উপজেলা …