দর্পণ ডেস্ক রিপোর্ট:
কুমিল্লার হোমনায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দ উদযাপন করা হয়েছে।
আজ সোমবার (১৪ এ্প্রিল) সকাল ১১ টার দিকে বিভিন্ন সাজে, বাংলার ঐতিহ্য লাঙ্গল, কুলা, ডোলা, পাতলা মাতলা ও ধানের শীষ নিয়ে একটি বিশাল আনন্দ শোভাযাত্রা পুরাতন বাস স্ট্যান্ড ওভারব্রীজ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা এসে হে বৈশাখ,এসো এসো। আজকের এই দিনে, জিয়া তোমায় মনে পড়ে।স্বাধীনতার ঘোষক জিয়া, লও লও সালাম। এক জিয়ার লোকান্তরে, লক্ষ জিয়া ঘরে।খালেদা জিয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। ইত্যাদি গ্লোগান দিতে থাকে।
এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূইয়া। আনন্দ শোভাযাত্রায় উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের ৩ সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহন করেন।
উপজেলা বিএনপির সভাপতি মো. মহি উদ্দিন এর সভাপতিত্বে উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শাহআলম হিমেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল, সিনিয়র যুগ্ন আহবায়ক জাকির হাসান জাকি, পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম,সিনিয়র যুগ্ন আহবায়ক হাজী আবদুল লতিফ, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মো.আলমগীর সরকার, মো. হানিফ মিয়া,মো.সাইদুল হাসান শাহীন,মো. মিজানুর রহমান, মো. শাহ জাহান মোল্লা চেয়ারম্যান, শেফালী বেগম, সাইফুল ইসলাম রাজা , সাইফুল ইসলাম উজ্জ্বল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শাহআলম সরকার, শ্রমিক দলের আহবায়ক মো. মনিরুল ইসলাম সরকার , জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো.অহিদুজ্জামান মোল্লা , যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক জহিরুল ইসলাম ও উপজেলা ছাত্রদলের আহবায়ক মো.সাইজুদ্দিন শাজু, জাসাস নেতা মো. কামাল হোসেন প্রমুখ।
পরে শুটকির ভর্তা ও পান্তা ইলিশ দিয়ে সবাইকে আপ্যায়ন করা হয়।
Check Also
হোমনায় টিউলিপ প্রশাসন ইন্সটিটিউটের বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
দর্পণ ডেস্ক রিপোর্ট:হোমনায় টিউলিপ প্রশাসন ইন্সটিটিউটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে …