Breaking News

হোমনায় বজ্রপাতে ৩ জন নিহত!

হোমনা( কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার হোমনায় ২নারীসহ তিন জন নিহত হয়েছে।
রবিবার (৫ অক্টোবর) দুপুরে ৩ টার দিকে ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর গোদারাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ রয়েছেন।

নিহতরা হলেন হোমনা উপজেলার নালা দক্ষিণ গ্রামের মতিউর রহমানের মেয়ে মমতাজ বেগম (৩৭) একই গ্রামের জাকিয়া (২৩) এবং আসাদপুর ইউনিয়নের খোদেদাউদপুর গ্রামের রাহিনুর ইসলামের ছেলে রাশেদুল ইসলাম রাসেদ (২২)।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ৩ টার দিকে এলাকায় ভারী বৃষ্টি শুরু হলে উজানচর-ভবানীপুর গোদারাঘাটে খেয়া পারাপারের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

খবর পেয়ে হোমনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

About Darpan News24

Check Also

হোমনা পৌরসভার প্রথম মেয়র হারুন মিয়ার ইন্তেকাল!

হোমনা( কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনা পৌরসভার প্রথম মেয়র, হোমনা সদর ইউনিয়ন পরিষদের তিনবারের চেয়ারম্যান, হোমনা উপজেলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *