হোমনা(কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার হোমনায় ৯ বছর পর পৌর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ ডিসেম্বর) বিকাল৩ টা থেকে রাত ৮টা পর্যন্ত হোমনা শিল্পকলা একাডেমী মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে পৌর আওয়ামীলীগের সভাপতি মো.আনোয়ার হোসেন বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী,বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা (উঃ) জেলা আওয়ামীলীগের সভাপতি মু রুহুল আমিন ও সাধারণ সম্পাদক রোশন আলী মাষ্টার।
সম্মেলনের প্রথম অধিবেশনে জাতীয় সঙ্গীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন করে প্রধান অতিথি সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী ও দলীয় পতাকা উত্তোলনের পর বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল মজিদ।
পরবর্তীতে সভাপতি সাধারণ সম্পাদক পদ প্রার্থীর নেতৃত্বে বিভিন্ন ওয়ার্ড থেকে ব্যানার ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা সম্মেলনে যোগদেন।পরে সম্মেলন জনসভায় পরিনত হয়।
উপজেলা আওয়ামী লীগের সদস্য মাহবুবুর রহমান খন্দকারের উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একে এম সিদ্দিকুর রহমান আবুল, উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, পৌর মেয়র এ্যাড. নজরুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা মো. আলী আহম্মদ, মো. শাহ আলম খন্দকার, মো. হাবিবুর রহমান সরকার সহ জেলা, উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্মেলনেরর দ্বিতীয় অধিবেশনে সভাপতি পদে ৩জন ও সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রার্থীর নাম প্রস্তাবনা আসে। পরে কুমিল্লা উঃ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাষ্টার পৌর আওয়ামীলীগের আংশিক কমিটি ঘোষনা করেন। এতে মো. শাহনুর আহাম্মদ সুমনকে সভাপতি ও সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মানিক মিয়া ইমনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এছাড়া সভাপতি ও সসাধারণ সম্পাদককে সম্মানিত সদস্য,আরেক সভাপতি প্রার্থী আবদুল মান্নান সরকারকে সিনিয়র সহ-সভাপতি, মো. মেজবাহ উদ্দিন সরকারকে কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনা দিয়েছেন জেলা কমিটি নেতারা।
উল্লেখ্য, ২০১৪ সালের ৯ ডিসেম্বর সম্মেলনের মাধ্যমে মো. আনোয়ার হোসেন বাবুলকে সভাপতি ও মোয়াজ্জেম হোসেন মোসলেমকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি হয়েছিল