Breaking News

হোমনায় পহেলা বৈশাখ উপলক্ষে চিত্রাঙ্কণপ্রতিযোগীতায়মাইশা প্রথম স্থান অধিকার করেছে।

মো. আবদুল হক সরকার//
কুমিল্লার হোমনায় পহেলা বৈশাখ উপলক্ষে চিত্রাঙ্কণ প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার করেছে। মেহজাবীন মাইশা, হোমনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ র্থ শ্রেনীর শিক্ষার্থী মেহজাবীন মাইশা।

গতকাল বাংলা নববর্ষ-১৪৩২ বঙ্গাব্দ উপলক্ষে হোমনা উপজেলা প্রশাসন চিত্রাঙ্কণ প্রতিযোগিতার আয়োজন করে। এতে বিভিন্ন বিদ্যালয়ের প্রায় ২১ জন শিক্ষার্থী অংশগ্রহন করেন।

মেহজাবীন মাইশা বাগমারা গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মো. মোশারফ হোসেন ও হোমনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফরোজা বেগম সুমীর এক মাত্র মেয়ে এবং হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা বেগম এর বোনের মেয়ে।

আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকালে টিউলিপ প্রশাসন ইন্সটিটিউট মঞ্চে পুরস্তার বিতরণ অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে এ পুরস্কার প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে হোমনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মো. জহিরুল হক জহর,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো.ওয়াসিম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (আরডিও)মো, সফিকুল ইসলাম,সহকারী শিক্ষা কর্মকর্তা খাদিজা আক্তার,হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা বেগম,হোমনা প্রেস ক্লাবের সভাপতি মো.আবদুল হক সরকার,থানা প্রেস ক্লাবের সভাপতি মো. কামাল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী,বিদ্যালয়ের শিক্ষক – শিক্ষার্থী ও অভিভাবকগণ এ সময় উপস্থিত ছিলেন।

About Darpan News24

Check Also

হোমনায় টিউলিপ প্রশাসন ইন্সটিটিউটের বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দর্পণ ডেস্ক রিপোর্ট:হোমনায় টিউলিপ প্রশাসন ইন্সটিটিউটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *