হোমনা( কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার হোমনায় তীব্র দাবদাহ ও ব্যাপক লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। মানুষের জীবন যাত্রার পাশা পাশি এর প্রভাব পড়েছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও। ৩০ এপ্রিল থেকে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হলেও শিক্ষার্থীদের লেখাপড়ার স্বার্থে দুপুর ২ টা থেকে বিদ্যালয় খোলা রেখেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। প্রচন্ড রোদের মধ্যে বিদ্যালয়ে আসতে গিয়ে অনেক শিক্ষার্থী অসুস্থ্য হয়ে পড়েছে।
অপর দিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রুটিন অনুযায়ী প্রচন্ড সূর্যের তাপের মধ্যে মাঠে প্রাত্যাহিক সমাবেশে অংশগ্রহন করার কারনে অসুস্থ্য হয়েপড়ছে কোমলমতি শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার ১১ মে সকালে হোমনা -২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাত্যাহিক সমাবেশে ইশান নামের এক শিক্ষার্থী অসুস্থ্য হয়ে পড়লে তাকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার জানান অতিরিক্ত গরমের কারনে সে অসুস্থ্য হয়ে পড়েছে। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে।
শিক্ষার্থীর পিতা আবু ইউসুফ জানান, বিদ্যুতের
লোডশেডিং এর কারনে রাতে ভাল ঘুম হয় না দিনে প্রচন্ড দাবদাহের কারণে মানুষ হাঁপিয়ে উঠছে। শারীরিক দুর্বলতা ও গরমের কারনে আমার ছেলে অসুস্থ্য হয়ে পড়েছে। গরমের মধ্যে কিছুদিনের জন্য স্কুল বন্ধ রাখা উচিৎ।
হোমনা উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আহসান জানান,স্কুল বন্ধ রাখার এখতিয়ার আমার নেই। এটা সরকারী সিন্ধানের বিষয়।তা ছাড়া করোনার কারনে শিক্ষার্থীদের লেখাপড়ার অনেক ক্ষতি হয়েছে।
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর ডেপুটিজেনারেল ম্যানেজার শওকাতুল আলম চৌধুরী বলেন, বিদ্যুৎ সরবরাহ কমপাচ্ছি যার ফলে লোডশেডিং দিতে হচ্ছে। বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধিপেলে এ অসুবিধা থাকবে না।