Breaking News

হোমনায় তালাবদ্ধ ঘরথেকে যুবতীর অর্ধ গলিত লাশ উদ্ধার

দর্পণ ডেস্ক রিপোর্ট//
কুমিল্লার হোমনা পৌরসভা সদরের একটি তালাবদ্ধ বাসা থেকে এক যুবতীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল ১০ টার দিকে হোমনা থানা পুলিশ গিয়ে ওই লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল প্রেরণ করা হয়েছে।
জানাগেছে হোমনা পৌরসভার ৪ নং ওয়ার্ডের ফকির বাড়ীর মো. জাহাঙ্গীর আলম ৬ তলা ভবনের ৫ তলা বাসায় তালাবদ্ধ ঘরের ভিতরে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে ওই যুবতীর লাশ উদ্ধার করা হয়। ওই যুবতীর নাম লাইমা(২২)। সে হোমনা উপজেলার বিজয় নগর গ্রামের হায়েত মিয়ার মেয়ের ঘরের নাতনি।

পুলিশসূত্রে জানাগেছে, লাইমার মা বাবা সাথে পাকিস্থান থাকতো পরে দেশে আসার পর তার মা ফেনী জেলার এক ব্যক্তিকে বিয়ে করে চলে যায়। লাইমা তার নানার বাড়িতে থাকতো। পরবর্তীতে উপজেলার দৌলতপুর গ্রামের মোল্লা বাড়ির ফেরদৌস মিয়ার ছেলে প্রবাসি ফারুক মিয়ার সাথে ফেইজ বুকে সম্পর্ক হলে মোবাইলে তার সাথ বিয়ে হয়। কিন্তু তাদের পরিবার এ বিয়ে মেনে না নেয়ায় পৌর সভার ৪ নং ওয়ার্ডের জাহাঙ্গীর আলমের ৬ তলা বিল্ডিং এর ৫ তলায় ভাড়া বাসায় থাকতো। কয়েকদিন ধরে সে ফোন রিসিভ না করায় তার স্বামী ফারুক তার ছোট ভাইকে পাঠালে সে এসে ঘরের দরজা বন্ধ দেখতে পান এবং ঘর থেকে উৎকট দুর্গন্ধ বের হতে লাগলে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে দরজা ভেঙে গলিত অবস্থায় লাইমার লাশ উদ্ধার করে।

আশে পাশের লোকজন জানান, কয়েক দিনের মধ্যে সে বিদেশে স্বামীর নিকট চলে যাইবে জানিয়েছিল লাইমা। তার স্বামীর পরিবারের সাথে কোন যোগাযোগ ছিল না। তবে ইমরান নামের এক মামা মমাঝে মমধ্যে বাসায় আসতো এবং টাকার জন্য চিল্লাচিল্লি করতো।

হোমনা থানার ওসি মো. জাবেদ উল ইসলাস জানিয়েছেন- লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কিনা স্বাভাবিকভাবে দেখার উপায় নেই। লাশটি গলে গেছে। ময়নাতদন্ত শেষে বলা যাবে, কীভাবে মৃত্যু হয়েছে। যেহেতু বাহির থেকে তালাবদ্ধ পাওয়াগেছে সেহেতু মৃত্যুটি অস্বাভাবিক বলে মনে হচ্ছে। পুলিশি তদন্ত অব্যহত আছে।

About Darpan News24

Check Also

হোমনায় প্রাথমিক শিক্ষা খাতে ব্যাপক দুর্নীতি: প্রশ্নপত্রের নামে স্লিপ ফান্ড থেকে ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ!

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনা উপজেলার ৯২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বরাদ্দকৃত স্লিপ ফান্ড (স্কুল লেভেল ইমপ্রুভমেন্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *