Breaking News

হোমনায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪জন গ্রেফতার

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।বাকিরা পালিয়ে যায়।
সোমবার (৯ ডিসেম্বর) রাতে হোমনা- কাশিপুর সড়কের মিরশ্বীকারী স্টীল ব্রীজের উত্তর পার্শ্বে একটি পরিত্যক্ত টিনের ছাপরা ঘর থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি রামদাঁ, ২টি লোহার ছুরি, ১টি লোহার শাবল ও ১টি চাকু উদ্ধার করা হয়।

আটককৃতরা হল, উপজেলার মধ্যকান্দি গ্রামের জলিল আমিনের ছেলে মো. রাসেল (৩৬), হোমনা ফকির বাড়ীর আব্দুর রবের ছেলে আব্দুল হালিম (৩০), তিতাস উপজেলার কেশবপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে মো. ফিরোজ (৩৬), ও মুরাদনগর উপজেলার রানীমুহুরী গ্রামের মো. জাহাঙ্গীর মিয়ার ছেলে সবুজ মিয়া (৩৫)।

হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান, হোমনা – কাশিপুর সড়কের মিরশ্বিকারী হাদির খালের স্টীল ব্রীজের উত্তর পার্শ্বের একটি পরিত্যক্ত টিনের ছাপরা ঘরে একদল ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে হোমনা থানা পুলিশের টহলটিম। এ সময় তাদের নিকট থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। হোমনা থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।মঙ্গলবার(১০ ডিসেম্বর) তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

About Darpan News24

Check Also

হোমনায় ৬ তলা ভবনের ছাদ থেকে ফেলে যুবককে হত্যার অভিযোগ

হোমনা ( কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনা উপজেলা সদরের একটি নির্মাণাধীন ৬ তলা ভবনের ছাদ থেকে ফেলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *