হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে এক চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এ ঘটনায় দুই দিন ধরে বিদ্যুৎবিহীন ভোগান্তির শিকার হয়েছে ২০টি পরিবার।
ঘটনাটি ঘটেছে শনিবার (১৬ নভেম্বর) রাত ২টা ৩০ মিনিটের দিকে উপজেলার ফতেরকান্দি গ্রামে। আটক চোরের নাম এনামুল হক ইতি (৫৪)। তিনি হোমনা উপজেলার রাজাপুর গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে।
এলাকাবাসী জানান, রাতে রাস্তার পাশে স্থাপিত ১৫ কেভি ট্রান্সফরমার খুলে নেওয়ার সময় এনামুল হক ইতিকে হাতেনাতে ধরে ফেলে তারা। পরে পুলিশে খবর দিলে হোমনা থানা পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “ট্রান্সফরমার চুরি করার সময় চোরকে এলাকাবাসী আটক করে আমাদের খবর দেয়। পরে আমরা তাকে থানায় নিয়ে আসি। ডিজিএম লিখিত অভিযোগ দেওয়ার পর আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।” তার বিরুদ্ধে হোমনা থানায় একাধিক মামলা রয়েছে।
এদিকে ট্রান্সফরমার না থাকায় দুই দিন ধরে বিদ্যুৎবিহীন অবস্থায় ভোগান্তিতে রয়েছে প্রায় ২০টি পরিবার।
কুমিল্লা পল্লীবিদ্যুৎ সমিতি -৩ এর হোমনা জোনাল অফিসের ডেপুটি জেনালের ম্যানেজার ( ডিজিএম) মৃনাল কান্তি চৌধুরী জানান, “আইন অনুযায়ী ট্রান্সফরমার চুরি হলে নতুন ট্রান্সফরমার স্থাপনের আগে গ্রাহকদের অর্ধেক মূল্য পরিশোধ করতে হয়। গ্রাহক সেই অর্থ পরিশোধ না করায় এখনো নতুন ট্রান্সফরমার সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না।”
এলাকাবাসী অভিযোগ সরকারি সম্পদ চুরি করে চোর। আর সেই চোর ধরার কারনে শাস্তি পায় জনগণ—এমন আইনের সংশোধন করা জরুরি।
দৈনিক দর্পণ নিউজ দৈনিক দর্পণ নিউজ 24