হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় ২০২২ সালে এসএসসি,এইচ এস সি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতিশিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কুমিল্লা জেলা ও হোমনা উপজেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
হোমনা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিলন কৃষ্ণ হাওলাদারেরর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হোমনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ক্ষেমালিকা চাকমা।
হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক মো.আমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা ট্রেনিং কো-অর্ডিনেটর লায়লা খান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ওয়াসিম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. রাশেদুল ইসলাম, হোমনা প্রেস ক্লাবের সভাপতি মো. আবদুল হক সরকার,রেহানা মজিদ মহিলা কলেজের অধ্যক্ষ মো. মজিবুর রহমান, হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান এবং কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা বেগম, হোমনা ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলান্ আবদুস সাত্তার আলক্বাদেরী, শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন রেহানা মজিদ মহিলা কলেজের ছাত্রী ফারিয়া জাহান এ্যানি।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের এই কৃতিত্ব আগামী দিনে দেশ ও সমাজ গঠনে বড় ভূমিকা রাখবে। তারা আরও বলেন, নিয়মিত অধ্যয়ন, সততা ও নৈতিকতা বজায় রেখে শিক্ষার্থীদের সামনে এগিয়ে যেতে হবে।সেই প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ৩১ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে ফুলেরর শুভেচ্ছা, সনদ ও সম্মাননা স্মারক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠান প্রদান ও অভিভাবক প্রিন্টও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ সময উপস্থিত ছিলেন।