Breaking News

হোমনায় চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের রহস্য উদঘাটন, ঘাতক গ্রেফতার

হোমনা ( কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার হোমনায় ট্রিপল মার্ডারের রহস্য উদঘাটন করেছে পুলিশ। খুনের সঙ্গে সরাসরি জড়িত আক্তার হোসেন নামের এক যুবককে গ্রেফতার করে পুলিশ। গতকাল শনিবার কুমিল্লার আদালতে গ্রেফতার যুবক আক্তার ট্রিপল খুনের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। এর আগে গত শুক্রবার রাতে হোমনা থানা পুলিশ ঘাতক ওই যুবককে হোমনার শ্রীমদ্দি চরেরগাও গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। ঘাতক আক্তার ওই গ্রামের হক মিয়ার ছেলে।
হোমনা থানার ওসি জয়নাল আবেদীন জানান, হোমনা উপজেলার বড় ঘাগুটিয়া গ্রামের শাহপরানের স্ত্রী মাহমুদা আক্তারের সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক চলে আসছিল একই উপজেলার শ্রীমদ্দি চরেরগাও গ্রামের আক্তার হোসেনের। একসময় পরকীয়া প্রেমিক আক্তারের কাছ থেকে ৪০ হাজার টাকা হাওলাত নেয় মাহমুদা। পাওনা টাকা সময়মতো না দেওয়ায় আক্তারের সঙ্গে প্রায়ই বাকবিতণ্ডা হতো মাহমুদার।
ওসি বলেন, গত বুধবার সন্ধ্যায় আক্তারকে তার পাওনা টাকা ফেরত দেবে বলে বাড়িতে ডেকে আনে মাহমুদা। পরে রাতে একসঙ্গে খাওয়া-দাওয়া করেন মাহমুদা, আক্তার, মাহমুদার ছেলে শাহাদ এবং ভাতিজি তিশামনি। খাওয়া শেষে তিশামনি ও শাহাদ ঘুমিয়ে গেলে গভীর রাতে ঝগড়া বাঁধে মাহমুদা ও আক্তারের মধ্যে। ঝগড়ার এক পর্যায়ে মাহমুদাকে মাথায় আঘাত করে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে আক্তার। পরে আক্তার চিন্তা করে তিশা ও শাহাদ তো রাতে খাবার খাওয়ার সময় তাকে দেখেছে। তারা যদি খুনের কথা লোকজনকে বলে দেয়, এমন ভীতির আশঙ্কা থেকে তিশামনি ও শাহাদ কেও গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে লাশ তিনটি খাটের ওপর রেখে পালিয়ে যায় ঘাতক আক্তার।

এ ঘটনায় মামলা হলে পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে মাঠে নামে। তথ্য প্রযুক্তির সহায়তায় তদন্তের একপর্যায়ে আক্তারের বিষয়টি বারবার ফোকাস হতে থাকলে গত শুক্রবার রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পুলিশি জিজ্ঞাসাবাদে ট্রিপল মার্ডারের রহস্য বেরিয়ে আসে গ্রেফতার আক্তারের মুখ থেকে।
শনিবার ৭ সেপ্টেম্বর আদালতে খুনের দায় স্বীকার করে ঘাতক আক্তার জবানবন্দি দেয়।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সকালে কুমিল্লার হোমনা উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের বড় ঘাগুটিয়া গ্রামে ঢাকায় চাকরিরত শাহপরানের স্ত্রী মাহমুদা আক্তার (৩৫), তাদের ৮ বছরের ছেলে শাহাদ এবং প্রতিবেশী মামাতো ভাইয়ের মেয়ে তিশামনির (১৪) লাশ উদ্ধার করে হোমনা থানা পুলিশ।

About Darpan News24

Check Also

হোমনার ঐতিহ্যবাহী রঘুনাথপুর দারুস সূন্নাত নেছারিয়া মাদরাসা

সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তায়ালার যিনি এ জগতে তাহার ঐশীবানী প্রচার ও প্রসারের ব্যবস্থা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *