হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনা উপজেলার দড়িচর উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও)রুমন দে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ঘাগুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মফিজুল ইসলাম গনির সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান। অন্যান্যের মধ্যে সহকারি কমিশনার (ভূমি)মো. ইউসুফ হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মো. তৈয়ব হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাহিদ আহম্মেদ জাকির, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মন,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ওয়াসিম, কানোনগো মো. আবদুল করিম, দুলালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জসিম উদ্দিন সওদাগর ঘাগুটিয়া ইউনিয়নের ইউপি সদস্য মো. ইসমাইল, সাবেক ইউপি সদস্য মো.ইসহাক,উপজেলা তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা মো. সাইদুল ইসলাম,দড়িচর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, বিদ্যালয়ের সহকারি শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
পরে অতিথি ও কৃতিশিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক বিতরণ করা হয়।