Breaking News

হোমনায় কুমিল্লা-০২ (হোমনা-মেঘনা) আসনের সীমানা পরিবর্তনের খসড়া প্রত্যাখ্যান করে বিএনপির সংবাদ সম্মেলন


হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লা-০২ (হোমনা-মেঘনা) সংসদীয় আসন বহালের দাবিতে এবং নির্বাচন কমিশনের খসড়া সীমানা পুনর্বিন্যাস প্রস্তাবের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ আগস্ট ২০২৫) সকালে হোমনা পৌর শহরের পৌর মার্কেটের সামনে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হোমনা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন বলেন, “নির্বাচন কমিশন কর্তৃক সম্প্রতি ঘোষিত কুমিল্লা-১ ও ২ আসনের খসড়া সীমানা পুনর্বিন্যাস করে হোমনা-তিতাস ও দাউদকান্দি-মেঘনা নামে সংসদীয় আসনের প্রস্তাব করেছে। এ প্রস্তাব অযৌক্তিক, জনবিচ্ছিন্ন এবং ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে সাংঘর্ষিক।

তিনি আরও বলেন, “হোমনা ও মেঘনা উপজেলার মধ্যে রয়েছে গভীর সামাজিক, সাংস্কৃতিক ও ভৌগোলিক ও প্রশাসনিক ভাবে একত্রে পরিচালিত হয়ে আসছে। দুই উপজেলার মানুষের মধ্যে রয়েছে পারিবারিক ও সাংস্কৃতিক আত্মীয়তার বন্ধন। হাট-বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান, যোগাযোগ ব্যবস্থা এবং ধর্মীয়-সামাজিক উৎসবসহ নানা দিক থেকে এ দুটি উপজেলার জনগণের জীবনধারা পরস্পর নির্ভরশীল।”
তিনি দাবি করেন, ১৯৫৪ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত নির্বাচন কমিশনের নির্বাচনী সীমানায় হোমনা ও মেঘনা একত্রে কুমিল্লা-০২ আসনের অন্তর্ভুক্ত ছিল। সেই ঐতিহাসিক ধারাবাহিকতা ও জনগণের ইচ্ছাকে সম্মান জানিয়ে ‘হোমনা-মেঘনা’ সমন্বয়ে কুমিল্লা-০২ আসন বহাল রাখা উচিত।
হোমনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল বলেন, “ভৌগোলিকভাবে হোমনা ও মেঘনা একসঙ্গে ছিল বলেই সাধারণ মানুষের যাতায়াত, চিকিৎসা, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্য সহজ হয়েছে। নির্বাচন কমিশনের এই প্রস্তাবিত বিভাজন জনগণের স্বার্থকে অগ্রাহ্য করে করা হয়েছে। আমরা এর প্রতিবাদ জানাই।

হোমনা পৌর বিএনপির সভাপতি মো. সানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, মো. আবদুল লতিফ,মো. শাহ আলম, আবদুল আজিজ খন্দকার, শামসুদ্দিন আহম্মদ, মো. শাহজাহান মোল্লা, আবু নাসের ওহেদ সম্পদ,গাজী মহসীন, আবু মুছা, মো.মজিবুর রহমান, মো. নুরুজ্জামান মিন্টু, মো.সাইদুল হাসান শাহীন, মো. আবদুল ওহাব, মো. হারুন অর রশিদ, মো.জামাল উদ্দিন সরকার,সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

About Darpan News24

Check Also

হোমনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতিশিক্ষার্থীদের মেধাবৃত্তি পুরস্কার ও সংবর্ধনা অনুষ্ঠান

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় ২০২২ সালে এসএসসি,এইচ এস সি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতিশিক্ষার্থীদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *