হোমনা( কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার হোমনা উপজেলার জয়পুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বুধবার১৯ এপ্রিল কল্পতরু সাহিত্য-সাংস্কৃতিক পরিষদের আয়োজনে কবি আহমেদ উল্লাহ্র পরিচালনায়, প্রবাসী ব্যবসায়ী অলি আহম্মেদ এর অর্থায়নে দুই শতাধিক ব্যক্তির বাড়ি বাড়ি গিয়ে এই ঈদসামগ্রী বিতরণ করা হয়
কবি আহমেদ উল্লাহ্ এর সভাপতিত্বে হোমনা প্রেসক্লাবের সভাপতি মো আবদুল হক সরকার, বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মিয়া, সংবাদিক আবুল কাশেম ভূঁইয়া,কবি দেলোয়ার, সাংবাদিক হালিম সৈকত, সাংবাদিক জুয়েল রানা, সাইদুর রহমান ভূঁইয়া, ক্বারী নূরুল ইসলাম, মো. ডালিম মাস্টার, পীরজাদা মাও. আরিফুল ইসলাম, মোসলেম উদ্দিন মেম্বার, সালাউদ্দিন(সালু) মেম্বার, যুবলীগ নেতা আক্তার হোসেন, রেজাউল হাসান, তাজুল ইসলাম মেম্বার, মফিজ উদ্দিন মেম্বার, আবুল বাসার, মহারাজ মেম্বার, মো. আবু মিয়া, সেকান্দর হোসেনসহ এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ, সমাজসেবক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
জানাগেছে, কল্পতরু সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ আর্তমানবতায় সেবায় সুদীর্ঘ একুশ বছর ধরে জয়পুর ইউনিয়নের দরিদ্র শ্রেণির মানুষের মাঝে এই সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
ঘরে ঘরে গিয়ে ঈদসামগ্রী বিতরণসহ সার্বিক সহায়তায় ছিলেন রবিউল্লাহ্, অলি আহম্মেদ(রবি), শাহিন মিয়া, রিপন আহম্মেদ, সুমন ভূঁইয়া, রবিন ভূঁইয়া, আশিক উল্লাহ্, মো. আফ্রিদি, নূর-ই আহম্মেদ(ত্বোহা), মো. শাহ্জালাল, আতাউল্লাহ্ ইয়াসের, আরোয়া মুনতাহা(মানসী), মৌলবি জিসান মোল্লাসহ এলাকার যুবসমাজ।