মো. আব্দুল হক সরকার//
“মানুষ মানুষের জন্যই”জীবন জীবনের জন্য – এর ধারাবাহিকতায় একজন সরকারী কর্মকর্তার মানবিক কর্মকাণ্ডে প্রশাসনের ভাবমূর্তি যেমন উজ্জ্বল হয়েছে, তেমনি অসহায় মানুষের মুখে ফুটে উঠেছে তৃপ্তির হাসি।
কনকনে হাড়কাঁপানো শীতের রাতে মানুষ যখন উষ্ণতার খোঁজে লেপ মুড়ি দিয়ে ঘরে আশ্রয় নেয়, তখন হোমনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শহিদুল ইসলাম কম্বল নিয়ে ছুটে যান অসহায় শীতার্ত মানুষের পাশে। দরিদ্র ও অসহায় মানুষের গায়ে নিজ হাতে কম্বল জড়িয়ে দিয়ে স্থাপন করেছেন মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত।
জানাগেছে,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলার ৬০টি মাদ্রাসা ও এতিমখানায় প্রায় ২ হাজার ১৮টি কম্বল বিতরণ করা হয়েছে।
এ ছাড়া ইউএনও প্রতি রাতের আঁধারে ঘন কুয়াশা উপেক্ষা করে শহরের অলিগলি, বাজারের ফুটপাত ও সেতুর নিচে আশ্রয় নেওয়া ছিন্নমূল মানুষের গায়ে নিজ হাতে কম্বল জড়িয়ে দেন তিনি।
স্থানীয়রা জানান, তার এমন মানবিক উদ্যোগে সর্বত্র প্রশংসার জোয়ার ভাসছেন মানবিক ইউএনও মো.শহিদুল ইসলাম বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ইউএনওর এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, ইউএনও শহিদুল ইসলাম শুধু একজন কর্মকর্তা নন, তিনি একজন প্রকৃত মানবিক মানুষ ও বটে।
কম্বল বিতরণের সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, উপ সহকারী প্রকৌশলী মো. কামরুল ইসলাম, মো. মোশারফ হোসেন, মো. সাইদুল ইসলাম,ইকবাল হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শহিদুল ইসলাম বলেন,দেশজুড়ে শৈত্যপ্রবাহের কারনে শীতের তীব্রতা বেড়ে চলেছে হাড়কাঁপানো শীত। এই শীতে সাধারণ মানুষ জুবুথুবু অবস্থায় দিন কাটাচ্ছে। সরকারিভাবে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হলেও তা চাহিদার তুলনায় অনেক কম। এ সময় সমাজের বিত্তবানদের এগিয়ে এসে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি।
দৈনিক দর্পণ নিউজ দৈনিক দর্পণ নিউজ 24