হোমনা (কুমিল্ল) প্রতিনিধি
কুমিল্লার হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি ও ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে ।
আজ বৃহস্পতিবার ২৭ এপ্রিল বিদ্যালয়ের হলরুমে এ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমানের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক বিশিষ্ট কথা সাহিত্যিক বাসার তাসাউফ এর উপস্থাপনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও হোমনা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার, অভিভাবক সদস্য হোমনা প্রেস ক্লাবের সভাপতি মো.আবদুল হক সরকার ও মো. মেজবাহ উদ্দিন সরকার,সহকারী শিক্ষক আবদুল করিম,মো. জাহাঙ্গীর আলম সরকার, মো. রাসেদুল ইসলাম,পরীক্ষার্থী মো.জিহান হক, মো. ইমরান হোসেন ও নবম শ্রেণির শিক্ষার্থী মো.আলী আকবর প্রমুখ।
অনুষ্ঠানে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পরে পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করে সহকারি শিক্ষক মাওলানা মো. নাসির উদ্দিন।