Breaking News

সংবাদ প্রকাশের পর হোমনায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ারসহ অ্যাসিসটিব ডিভাইজ বিতরণ


স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার হোমনায় গত ৩০ আগস্ট দৈনিক যুগান্তর পত্রিকায় প্রতিবন্ধী শিক্ষার্থীর অ্যাসিসটিব ডিভাইজ ক্রয়ের বরাদ্ধ আত্মসাত শিরোনামে সংবাদ প্রকাশের ১ মাস ১২ দিন পর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ১৩ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার সহ অ্যাসিসটিভ ডিভাইজ বিতরণ করেছে উপজেলা শিক্ষা অফিস।

আজ বুধবার ১২ অক্টোবর সকাল১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষকদের মাসিক সমন্বয় সভা শেষে এ সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার(
ইউএনও) রুমন দে’র সভাপতিত্বে উপজেলা শিক্ষা অফিসার মো. আহসান, সহকারী শিক্ষা অফিসার মো. কবির হোসেন, মো. নজরুল ইসলাম, খাদিজা আক্তারও মো. আনিসুর রহমান সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন এ সময় উপস্থিত ছিলেন।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আহসান জানান, প্রতিবন্ধী শিক্ষার্থীদের অ্যাসিসটিব ডিভাইজ বিতরণের জন্য ৭৪ হাজার ৪০০ টাকা বরাদ্ধ দেয়া হয়। এ বরাদ্ধ থেকে ৫টি হুইল চেয়ার,৪ টি চশমা, ২ টি শ্রবন ডিভাইজ ও চিকিৎসার জন্য ২ জনকে ৪ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

About Darpan News24

Check Also

তিতাসে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে কান্নায় ভেঙে পড়েন এপিএস ইঞ্জিনিয়ার এম এ মতিন খান!

তিতাসে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে কান্নায় ভেঙে পড়েন এপিএস ইঞ্জিনিয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *