Breaking News

মাদকের বিরুদ্ধে শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা!

নিজস্ব প্রতিবেদক
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় সংগীত শেষে মাদকবিরোধী বক্তব্য দেওয়ার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।
সোমবার (৪ মার্চ) মাউশির সহকারী পরিচালক তপন কুমার দাসের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্কুল-কলেজসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী প্রচারণা জোরদার করার লক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান বা দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক জাতীয় সংগীত শেষে নিয়মিত সংক্ষিপ্ত মাদকবিরোধী বক্তব্য দেওয়ার উদ্যোগ নেয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে। এ নির্দেশনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লষ্টদের অনুরোধ করা হয়েছে।
তবে এর আগে গত ১৪ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ সচিব মোসাম্মৎ রহিমা আক্তারের সই করা বিজ্ঞপ্তিতে একই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছিল।

About Darpan News24

Check Also

দৈনিক যুগান্তর পত্রিকায় সংবাদ প্রকাশের পর হোমনায় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার খরচ কমলো ৪ লাখ ৮০ হাজার টাকা

হোমনা( কুমিল্লা) প্রতিনিধিদৈনিক যুগান্তর পত্রিকায় সংবাদ প্রকাশের পর কুমিল্লার হোমনায় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার খরচে বড় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *