Breaking News

বাঞ্ছারামপুরে বিএনপির বর্ষীয়ান রাজনীতিবিদ ভিপি মান্নান আর নেই

বিশেষ প্রতিনিধি
বাঞ্ছারামপুর ডিগ্রি কলেজের ছাত্রসংসদের প্রথম নির্বাচিত সহসভাপতি( ভিপি) ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও এলাকার বর্ষীয়ান রাজনীতিবিদ ভিপি আব্দুল মান্নান আর নেই। সোমবার রাত ১টা ৪০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বিএনপির এ বর্ষিয়ান নেতা আবদুল মান্নান ভিপি মান্না দা হিসাবে পরিচিত ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে উপজেলা ও কেন্দ্রীয় বিএনপির রাজনীতির সঙ্গে নিবিড়ভাবে জড়িত ছিলেন। বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সংগঠনিক কাঠামো এবং গণতান্ত্রিক আন্দোলনে তার অবদান ছিল অসামান্য। রাজনৈতিক জীবন ছাড়াও একজন সজ্জন, সৎ ও নীতিবান মানুষ হিসেবে সকল শ্রেণি-পেশার মানুষের কাছে তিনি ছিলেন শ্রদ্ধার পাত্র।
তার মৃত্যুতে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণের মাঝে ও নেমে এসেছে শোকের ছায়া। দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আজ মঙ্গলবার (১০ জুন) বাদ যোহর দশদোনা উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম ভিপি মান্নানের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ব্রাহ্মণবাড়িয়া -৬ ( বাঞ্ছারামপুর) আসনের সবেক সংসদ সদস্য ও জেলা বিএনটির উপদেষ্ঠা এম এ খালেক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি,ব্রাহ্মণ বাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি কচি মোল্লা, বর্তমান সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, বাঞ্ছারামপুর কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি উপদেষ্টা মেজর (অব.) সাইদ, পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বাবুল মিয়া, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাড. রফিক শিকদার, অ্যাড. জিয়াউদ্দিন জিয়া,বিএনপি নেতা ও কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ড. সায়েদুজ্জামান কামাল, ডা. রফিকুল ইসলাম খোকন, ইঞ্জিনিয়ার দবির উদ্দিন, পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সদস্য এমদাদুল হক সাইদ,সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য ছালে মুছা, জেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মহসিন, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ম.ম ইলিয়াস, বিএনপি নেতা ভিপি মজিব, ভিপি সাজ্জাদ, অ্যাডভোকেট জামাল, , ভিপি নাজমুল হুদা, হারুন আকাশ, কৃষিবিদ ড.কামারুল হক সহ সহস্যাধিক মুসল্লি জানাজায় অংশ গ্রহন করেন।
পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মৃত্যুকালে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছে। ।

About Darpan News24

Check Also

হোমনায় প্রাথমিক শিক্ষা খাতে ব্যাপক দুর্নীতি: প্রশ্নপত্রের নামে স্লিপ ফান্ড থেকে ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ!

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনা উপজেলার ৯২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বরাদ্দকৃত স্লিপ ফান্ড (স্কুল লেভেল ইমপ্রুভমেন্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *