Breaking News

দৈনিক যুগান্তর পত্রিকায় সংবাদ প্রকাশের পর হোমনায় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার খরচ কমলো ৪ লাখ ৮০ হাজার টাকা

হোমনা( কুমিল্লা) প্রতিনিধি
দৈনিক যুগান্তর পত্রিকায় সংবাদ প্রকাশের পর কুমিল্লার হোমনায় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার খরচে বড় ধরনের পরিবর্তন এসেছে। পূর্বে নির্ধারিত পরীক্ষার ব্যয় কমেছে ৪ লাখ ৮০ হাজার টাকা।

গত ২৬ জুলাই “হোমনায় শিক্ষাঅফিসে দুর্নীতি, প্রশ্নপত্রের নামে স্লিপ ফান্ড লোপাট” শিরো নামে
দৈনিক যুগান্তর পত্রিকায় সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত খরচ কমানোর সিদ্ধান্ত নেয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার খরচ হবে— প্রশ্নপত্র, খাতা, রুটিন, প্রবেশপত্র সহ ১ম শ্রেণি: ১০ টাকা,২য় শ্রেণি: ১৭ টাকা,৩য় শ্রেণি: ২৭ টাকা,৪র্থ শ্রেণি: ৩২ টাকা,৫ম শ্রেণি: ৩৭ টাকা।অর্থাৎ গড় হিসাবে প্রতিপরীক্ষার্থী হিসাবে খরচ হবে ৩২ টাকা।

জানাগেছে,২০২৩ সাল থেকে প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা বাবদ পরীক্ষার্থী প্রতি খরচ দেখানো হয়েছিল ৮০ টাকা। বর্তমানে ৩২ টাকা হলে কমানো হয়েছে-৪৮ টাকা। উপজেলার ৯২ টি বিদ্যালয়ের মোট ১০ হাজার পরীক্ষার্থী অংশ গ্রহন করেন। এতে একটি পরীক্ষা বাবদ খরচ কমানো হয়েছে ৪ লাখ ৮০ হাজার টাকা।

শিক্ষক ও অভিভাবকরা জানান, সংবাদমাধ্যমে খবর প্রকাশের কারণে অস্বাভাবিক খরচ অনেকটাই কমেছে। এতে সরকারের দেয়া স্লিপ ফান্ডের টাকা হরিলুট বন্ধ হবে। বিদ্যালয়ের উন্নয়ন সম্ভব হবে।

উপজেলা শিক্ষা অফিসার নাহার সুলতানা জানান, পূর্বে কি হয়েছে তা আমি বলতে চাই না“পরীক্ষার খরচ বাবদ যত টাকার প্রয়োজন, তা স্লিপ ফান্ড থেকে নেয়া হবে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেয়া হবে না।

এলাকার সচেতনমহল মনে করেন গণমাধ্যমে সংবাদ প্রকাশ না হলে এ ধরনের স্বস্তিদায়ক সিদ্ধান্ত আসত না। তাঁরা এ উদ্যোগের জন্য যুগান্তর-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

About Darpan News24

Check Also

হোমনায় যুব স্বেচ্ছাসেবী ফোরামের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

হোমনায় যুব স্বেচ্ছাসেবী ফোরামের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণহোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার হোমনায় যুব স্বেচ্ছাসেবী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *