আবদুল হক সরকার /হোমনা
চট্টগ্রামে আব্দুল জব্বারের বলীখেলার ১১৬তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার হোমনার বাঘা শরীফ।
আজ বৃহস্পতিবার বিকেলে লালদিঘী ময়দানে অনুষ্ঠিত বলিখেলায় ৪৫ মিনিট লড়াই করে কুমিল্লা সদরের রাশেদ বলীকে পরাজিত করে তিনি চ্যাম্পিয়ন হন।
জানাগেছে, বিকাল ৩টা থেকে শুরু হওয়া বলিখেলায় দেশের বিভিন্ন এলাকা থেকে ১৪৭ বলী অংশ গ্রহন করেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ সভাপতি হিসাবে বলীখেলার উদ্বোধন করেন। এতেপ্রধান অতিথি বজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম সিটি করোপরেশনের মেয়র শাহাদাত হোসেন।
আয়োজক কমিটি সূত্রে জানা গেছে প্রথম রাউন্ড ৪০ জন ২ হাজার টাকা, চ্যাম্পিয়ন বাঘা শরীফ পুরস্কার হিসেবে পেয়েছেন ৩০ হাজার টাকা ও একটি ক্রেস্ট দেওয়া হয়। রানারআপ রাশেদ পেয়েছেন ২০ হাজার টাকা ও একটি ক্রেস্ট।
চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি হিসাবে চট্টগ্রাম শহরের বদরপাতি এলাকার বিশিষ্ট ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগরের নামানুসারে ‘জব্বারের বলী খেলা’ নামে এ খেলা অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতি বছর বাংলা সনের ১২ বৈশাখ এ খেলার আয়োজন করা হয়। খেলাকে কেন্দ্র করে ১১ থেকে ১৩ বৈশাখ বসে বৈশাখী মেলা।
এ আয়োজন এখন ঐতিহ্যে পরিণত হয়েছে। স্থানীয়দের পাশাপাশি দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা নামকরা বলীরা (কুস্তিগীর) এই খেলায় অংশ গ্রহন করেন।
Check Also
আজ ২৩ ডিসেম্বর হোমনা মুক্তদিবস!
আবদুল হক সরকার//২৩ ডিসেম্বর কুমিল্লার হোমনামুক্ত দিবস। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর যখন সারা দেশ বিজয়ের …
দৈনিক দর্পণ নিউজ দৈনিক দর্পণ নিউজ 24