Breaking News

কুমিল্লা-২ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবীতে  ৫ মনোনয়ন প্রত্যাশীর যৌথ সংবাদ সম্মেলন!



হোমনা( কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লা-২ (হোমনা- তিতাস) আসনের বিএনপি ঘোষিত প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূইয়ার মনোনয়ন পরিবর্তনের দাবিতে মনোনয়ন বঞ্চিত ৫ প্রার্থীর যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকালে হোমনা পৌর মার্কেটে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মনোনয়ন প্রত্যাশি সাবেক প্রধান মন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস ও সাবেক সচিব ইঞ্জিনিয়ার এম এ মতিন খান।

এ সময় তিনি ছাড়াও উপস্থিত ছিলেন অপর ৪ বিএনপির মনোনয়ন প্রত্যাশি বিএনপির নির্বাহী কমিটির সদস্য উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহফুজুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা, ঢাকা মহানগর যুবদলের যুগ্ন সম্পাদক ওমর ফারুক মুন্না,ও মনোয়ার সরকার, সাবেক উপজেলা চেয়ারম্যান্যান ও হোমনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহিরুল হক জহর।

লিখিত বক্তব্যে ইঞ্জিনিয়ার এম এ মতিন খান দেশ ও দলসহ জনস্বার্থে কুমিল্লা-২ আসনে বিএনপি ঘোষিত প্রার্থী সেলিম ভুইয়াকে বাদ দিয়ে হোমনা ও তিতাস উপজেলার মনোনয়ন প্রত্যাশীদের মধ্য থেকে সৎ, আদর্শবান ও জনবান্ধব বিবেচনায় যোগ্য কাউকে মনোনয়ন দেয়ার জোর দাবি জানাচ্ছি। এ সময় তিনি বলেন, বিএনপি ঘোষিত প্রার্থীকে যদি বাদ দেয়া না হয়, তাহলে এই সংসদীয় এলাকার মানুষের সাথে বেইমানী করা হবে। এ আসন বিএনপিরনহাত ছাড়ান হওয়ার সম্ভাবনা রয়েছে।
সাংবাদিকে প্রশ্নের জবাবে বলেন,এলাকার জনগনের কথা চিন্তা করে আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করবো ইন্সাআল্লাহ।

এ সময় তিনি অভিযোগ করেন, অধ্যক্ষ সেলিম ভুইয়া ছিলেন স্বৈরাচারের দোসর ও সে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সাথে আতাঁত করে চলছে। বিগত ১৭ বছর হোমনা তিতাস উপজেলায় কোন কর্মসূচীতে দেখা যায়নি। ৫ আগস্টের পরবর্তী সময়ে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়ে কমিটি বানিজ্য, ফ্যাসিস্ট সরকারের লোকজনকে কমিটিতে স্থান দিয়ে তাদেরকে পুন:বাসন করেছেন।
মনোনয়ন প্রত্যাশি ওমর ফারুক মুন্না বলেন, অধ্যক্ষ সেলিম ভুইয়া মেঘনা উপজেলার বাসিন্দা সে তিতাস উপজেলা কে বাদ দেয়ার জন্য হাইকোর্টে মামলা করে তিতাসের জনগনকে অপমান করেছে। এখন সে কোন মুখে তিতাসের জনগনের কাছে ভোট চাইবে।

এ ছাড়া মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা মাহফুজুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, হোমনা এবং তিতাস উপজেলায় ৬ জন প্রার্থীর মধ্যে যে কাউকে মনোনয়ন দিতে হবে। আমরা কোন ভাড়াটিয়া প্রার্থী চাই না।

মো.জহিরুল ইসলাম জহর অধ্যক্ষ সেলিম ভুইয়াকে দুর্বল নৈতিকতার মানুষ উল্লেখ করে বলেন, সেলিম ভুইয়া একজন চিহ্নিত দুর্নীতি পরায়ন ও চাঁদাবাজ হিসাবে হোমনা ও তিতাসের মানুষের কাছে পরিচিত।

এ ছাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানও বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা অধ্যক্ষ সেলিম ভুইয়াকে ভাড়াটিয়া উল্লেখ করে তার মনোনয়ন পরিবর্তন করে হোমনা ও তিতাসের যে কাউকে প্রার্থী ঘোষণার দাবি জানিয়েছেন। অন্যথায় দাবি আদায়ে লাগাতার কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি।  হোমনা ও তিতাসের জনগনের স্বার্থে আমরা ঐক্যবব্ধ আছি এবং থাকবো।

সংবাদ সম্মেলনে উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ছাড়াও মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের সমর্থিত দলীয় নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। এ সময় সংবাদ সম্মেলন জনসভায় পরিনত হয়।

About Darpan News24

Check Also

হোমনায় ট্রান্সফরমার চোর ধরে দুইদিন ধরে বিদ্যুৎবিহীন ২০ পরিবার, আইনে জনভোগান্তি!

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে এক চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *