কুমিল্লা পবিস-৩ এর সভাপতি সামসুল ইসলাম, সাধারণ সম্পাদক বাহা উদ্দিন নির্বাচিত
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
বাংলাদেশ ভিলেজ ইলেকট্রিসিয়ান অ্যাসোসিয়েশন, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ (পবিস-৩) এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) বেলা ১১টায় হোমনা হানিমুন কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।এতে মো. সামসুল ইসলাম সভাপতি মো. বাহা উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।
সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. সামসুল ইসলাম। সম্মেলনের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইলেকট্রিসিয়ান অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের সহ-সভাপতি মো. ইসমাইল হোসেন (সেলিম), বিভাগীয় সাধারণ সম্পাদক আবুল বাশার (পারভেজ), সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন, সহ-সভাপতি শফিকুল ইসলাম, ক্যাশিয়ার বোরহান উদ্দিন, কুমিল্লা পবিসের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম মো. বাহা উদ্দিন, মো. আমজাদ হোসেন, মো. রেজাউল করিম ও মো. আব্দুল মান্নান মো. ইয়ামিন, মো. রকিব উদ্দিন, সোহেল মিয়া, মো. শাহ শাহ আলম, মো. ইব্রাহিম সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সম্মোলনে হোমনা,তিতাস, মেঘনা, দাউদকান্দি, গৌপুর সদর,বাঞ্ছারামপুর ও গজারিয়া উপজেলার ৩ শতাধিক ভিলেজ ইলেকট্রিশিয়ানগণ উপস্থিত ছিলেন।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতি ক্রমে মো. সামসুল ইসলামকে সভাপতি ও মো. বাহা উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট একটি নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
নবনির্বাচিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে সংগঠনের উন্নয়নে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।