আব্দুল হক সরকার
কুমিল্লার হোমনা থানা লাইব্রেরীতে পবিত্র কুরআন শরীফ ও মুক্তিযোদ্ধের বই উপহার দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা মো.হুমায়ুন কবীর খন্দকার।
আজ মঙ্গলবার(৩০ আগষ্ট) দুপুর ১২ টার দিকে হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. সাইফুল ইসলামের নিকট একটি পবিত্র কুরআন শরীফ ও ৫ টি মুক্তিযোদ্ধ বিষয়ক বই হস্তান্তর করেন।
এ সময় ওসি(তদন্ত) রিপন বালা,হোমনা প্রেস ক্লাবের সভাপতি মো. আব্দুল হক সরকার,বীর মুক্তিযোদ্ধা মোল্লা সাইদুর রহমান,মো. রফিকুল ইসলাম,মো. রফিকুল ইসলাম,মো. জহিরুল ইসলাম সাংবাদিক কবি দেলোয়ার হোসেন,মো. রুহুল আমীন জুয়েল উপস্থিত ছিলেন।
জানাগেছে, মুজিব বর্ষ উপলক্ষে হোমনা থানার নিজস্ব অর্থায়নে এ লাইব্রেরী স্থাপন করা হয়েছে।
এ বিষয়ে ওসি মো. সাইফুল ইসলাম জানান, থানায় সেবা নিতে আসা লোকজন যাতে অবসর সময়ে বই পড়ে সময় কাটাতে পারে সেই জন্য এ লাইব্রেরী স্থাপন করা হয়েছে।