আবদুল হক সরকার
কুমিল্লার হোমনায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে পূজাকমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার হোমনার থানার আয়োজনে বেলা ১১ টার দিকে হোমনা থানা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় রাষ্ট্রীয় সময়সূচী অনুযায়ী নির্দিষ্ট সময়ে প্রতীমা বির্সজন,পূজায় সাউন্ড সিস্টেম নিয়ন্ত্রন,নামাজের সময় মাইকবন্ধ রাখাসহ বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বারোপ করা হয়।
হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হোমনা- মেঘনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) স্পিনা রানী প্রামাণিক। বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি লায়ন বাবু চন্দন লাল রায়, সাধারণ সম্পাদক রতন চন্দ্র পোদ্দার, সহ সসভাপতি বরুন কমুার সাহা, সাংগঠনিক সম্পাদক অঞ্জন চন্দ্র সাহা যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব চৌধুরী, শ্রী কানাই লাল সাহা,হোমনা উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মো. ইব্রাহিম প্রমুখ।
এ সময় উপজেলার প্রত্যেক পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, থানার অফিসারবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Check Also
হোমনায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র বিতরণ
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি কুমিল্লার হোমনায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার(১০ ডিসেম্বর) বিকালে …