হোমনা( কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার হোমনায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদ্যাপন-২০২২ উদযাপন উপলক্ষে”বর্জ্যের পরিশোধন,নিশ্চিত হবে টেকসই স্যানিটেশন এ অঙ্গীকারে সামাজিক সচেতনতায় জিওবি ইউনিসেফ ওয়াশ প্রকল্পের সহায়তায় হোমনা পৌরসভার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার(৩১ অক্টোবর) সকাল ১১ টায় ভার্চ্যুয়ালী এর উদ্বোধন করেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী। পরে পৌর মেয়র অ্যাডভোকেট নজরুল ইসলামের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ,থানা রোড,পুরাতন বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে পৌর সভা মাঠে শেষ হয়। এতে জিওবি ইউনিসেফ ওয়াশ স্পেশালিষ্ট মো. শফিকুল আলম,ইউনিসেফ প্রতিনিধি মো. আজম, পৌরসভা নির্বাহী মো. শাহাদাৎ হোসেন,সহকারী প্রকৌশলী মো.ফেরদৌস আহাম্মদ, হিসাব রক্ষক কর্মকর্তা মো. বিল্লাল হোসেন, হোমনা প্রেস ক্লাবের সভাপতি মো. আব্দুল হক সরকার,পৌর কাউন্সিলর, মো. বিল্লাল হোসেন,আবুল হোসেন,সফিকুল ইসলাম,আবুল কালাম আজাদ, শাহনুর আহম্মদ সুমন,কামাল হোসেন জামাল,আঃ কাদির ও আবদুস সোবাহান,নারী কাউন্সিলর সুকিয়া বেগম,শিল্পি আক্তারও ফাতেমা বেগমসহ এনজিও প্রতিনিধি, জিওবি ইউনিসেফ ক্লাস্টার কমিটির সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
Check Also
হোমনার ঐতিহ্যবাহী রঘুনাথপুর দারুস সূন্নাত নেছারিয়া মাদরাসা
সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তায়ালার যিনি এ জগতে তাহার ঐশীবানী প্রচার ও প্রসারের ব্যবস্থা …