ডেস্ক রিপোর্ট
কুমিল্লার হোমনায় সেলিমা আহমাদ এমপি ফুটবল টুর্নামেন্টের ২য় দিনে মাথাভাঙা ফুটবল একাদশ ১-০ গোলে ভবানীপুর ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
আজ সোমবার বিকাল ৪ টার দিকে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
সৈয়দ ইসমাইল স্যার ফুটবল একাডেমীর পরিচালক সৈয়দ মেহেদী হাসানের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত দ্বিতীয় দিনের খেলায় সেরা খেলোয়ার নির্বাচিত হন মাথাভাঙ্গা একাদশের গোলকিপার মো. আতিক
পরে অতিথিবৃন্দের নিকট থেকে সেরা খেলোয়ারের পুরস্কার গ্রহন করেন গোলকিপার মো. আতিক।
এ সময় হোমনা প্রেসক্লাবের সভাপতি আবদুল হক সরকার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন,সৈয়দ ইসমাইল স্যার ফুটবল একাডেমীর পরিচালক সৈয়দ মেহেদী হাসান, সাংবাদিক মো. আইয়ুব আলী,মো. মোরশিদ আলম, রুহুল আমিন জুয়েল,হারুন অর রশিদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সরকার,সহ সভাপতি মাহফুজুর রহমানসহ সহস্রাধিক দর্শক খেলা উপভোগ করেন।
খেলায় প্রধান রেফারি ছিলেন মো. শফিকুল ইসলাম মুন্না এবং সহকারী রেফারি ছিলেন মো. ওমর ফারুক ও মেহেদী হাসান সম্রাট।
খেলায় ধারাবর্ননাদেন হোমনা প্রেস ক্লাবের প্রচার সম্পাদক সাংবাদিক কবি দেলোয়ার।