হোমনা( কুমিল্লা) প্রতিনিধি
“শেখ রাসেন দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়” ে প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার হোমনায় জাতির পিতা বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠি পুত্র শেখ রাসেল এর ৬০ তম জন্মদিন উদযাপন ও শেখ রাসেল দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মাঠ থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পরিষদ মাঠে স্থাপিত শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, ভাইসচেয়ারম্যান মো. মহাসিন সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জয়নাল আবেদীন, বীরমুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন খন্দকার, আওয়ামীলীগ নেতা গাজী ইলিয়াছ , সায়বাদিক মোর্শেদুল ইসলাম শাজু, কামাল হোসেন, হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের কে এম ফারহাদ রিজিওয়ান ও খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবিকুন নাহার প্রমুখ।
এ ছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, জনপ্রতিনিধি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।