হোমনা( কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার হোমনায় দুই মাস ব্যাপী কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
আজ ১ মার্চ বুধবার সকাল ১০ টায় যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে হোমনা উপজেলা পরিষদ প্রাঙ্গনে ভ্রাম্যমান ভ্যানে এ কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষন কোর্সের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২ (হোমনা- তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী।
এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, কুমিল্লা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মো. সামসুজ্জামান,হোমনা উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যন নাছিমা আক্তার রীনা, হোমনা প্রেস ক্লাবের সভাপতি মো. আব্দুল হক সরকার, হোমনা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আতিকুর রহমান,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ওয়াসিম,উপজেলা ফ্যাসিলেটিটর খালিদ মোস্তাফিজ,প্রশিক্ষনার্থী মো. কাবিল হোসেন ও আসমা আক্তার প্রমূখ।
পরে ফিতা কেটে ভ্রাম্যমান ভ্যানে প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়।
এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক ও প্রশিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।