দর্পন নিউজ ডেস্কঃ
কুমিল্লার হোমনায় ৫১ তম বাংলাদেশ জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে । উপজেলা জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির আয়োজনে আজ মঙ্গলবার হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী।
উপজেলা জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগমের সভাপতিত্বে
অন্যন্যের মধ্যে এসিল্যান্ড ইউসুফ হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রিনা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মো. তৈয়ব হোসেন,হোমনা প্রেস ক্লাবের সভাপতি আবদুল হক সরকার, হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবদুল কাইয়ুম মারুফ,হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান, নিলখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামসুল হক সরকার,দুলালপুর আমিরুল ইসলাম গালর্স স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল একে এম আতিকুর রহমান, হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা বেগম ও দুলালপুর চন্দ্রমনি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম মফিজুল ইসলাম শরীফ, দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইব্রাহিম, কাশিপুর হাসেমিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার সরকার, রামকৃষ্ণপুর কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, ঘারমোড়াদ একেএম ফজলুল হক মোল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জালাল উদ্দিন, কালমিনা নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হোসেন, মাথাভাঙ্গা ভৈরব উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জালাল উদ্দিন, কলাগাছিয়া এমএ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সলিমুল্লাহ খানসহ ক্রীড়া শিক্ষকও সহকারি শিক্ষক- শিক্ষার্থী এ সময় উপস্থিত ছিলেন।
পরে ৩৮টি ইভেন্টে প্রতিযোগিতায় ১ম ২য় ও ৩য় স্থান অধিকারিদের মাঝে মোট ১১২ টি পুরস্কার বিতরণ করা হয়।
Check Also
হোমনার ঐতিহ্যবাহী রঘুনাথপুর দারুস সূন্নাত নেছারিয়া মাদরাসা
সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তায়ালার যিনি এ জগতে তাহার ঐশীবানী প্রচার ও প্রসারের ব্যবস্থা …