Breaking News

হোমনায় চালককে ‘গলা কেটে হত্যা’র পর অটোরিকশা ছিনতাই!


 হোমনা( কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার হোমনা উপজেলার কারারকান্দি – বাহেরখোলা রাস্তার পাশ থেকে শান্ত দাস(১৬) নামের এক অটোরিকশাচালকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।
নিহত অটোচালক শান্ত দাস (২৪) উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের গ্রামপুলিশ ও বিজয়নগর গ্রামের অরুন চন্দ্র দাসের ছেলে।
হোমনা থানার নবাগত ওসি মো. মোরশেদুল আলম চৌধুরী জানান,শুক্রবার ভোরে কারারকান্দি – বাহেরখোলা রাস্তার পাশে ভুট্টা খেতে এক ব্যক্তির রক্তাক্ত লাশ দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে ওই গলা কাটা লাশ উদ্ধার করা হয়।

পরে তার বাবা তার লাশ সনাক্ত করে তার বাবা অরুন চন্দ্র দাস।সে জানান, তার ছেলে শান্ত দাস কে কিস্তিতে একটি অটো কিনে দেয়া হয়েছে। অটোচালিয়ে কিস্তি পরিশোধ করে। গতকাল বিকালে প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বেরিয়েছিলেন। কিন্তু অনেক রাত হলেও সে আর বাড়ি ফেরেননি। মোবাইলে অনেকবার কল করা হলেও ধরেননি। পরে ভোরবেলা ফেইজবু দেখে ছেলের লাশ সনাক্ত করি। তার আটোরিকশাটিও পাওয়া যাচ্ছে না।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে শান্তকে হত্যার পর তার অটোরিকশাটি নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা।

হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, লাশ ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। মামলার বিষয়টিও প্রক্রিয়াধীন।


   

About Darpan News24

Check Also

মেঘনা উপজেলা প্রেস ক্লাবের নির্বাচনে ৩ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

মেঘনা ( কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মেঘনা উপজেলা প্রেস ক্লাবের দুই বৎসর মেয়াদী কার্যকরী কমিটির নির্বাচন আগামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *