রেহানা মজিদ মহিলা কলেজের ফলাফলে সন্তুষ্ট শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক!
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
রেহানা মজিদ মহিলা কলেজের শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা ও নিয়মিত তত্ত্বাবধানে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় প্রশংসনীয় ফলাফল অর্জন করেছে কলেজটি। এ বছর পাশের হার হয়েছে ৬৬.৫১% এবং ১৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
জানাগেছে এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের পাশের হার ৪৮.৮৬%, জিপিএ-৫ পেয়েছে ২,৭০৭ জন। হোমনা উপজেলায় চারটি কলেজের ফলাফল যথাক্রমে -হোমনা সরকারি কলেজের পাশের হার ৩৯.৬২% জিপিএ -৫ ২ জন, রামকৃষ্ণপুর ডিগ্রি কলেজের পাশের হার-৩৩.৯৭%,আমিরুল ইসলাম স্কুল এন্ড কলেজের পাশের হার ৬৪%, জিপিএ-৫ নাই ও হোমনা রেহানা মজিদ মহিলা কলেজের পাশের হার ৬৬.৫১% জিপিএ-৫ -১৩ জন।
কলেজের অধ্যক্ষ মো. মজিবুর রহমান বলেন, ম্যানেজিং কমিটির পরামর্শ ও আন্তরিকতা ও নিয়মিত ক্লাস, বিশেষ কোচিং ও পরামর্শমূলক কার্যক্রম পরিচালনা করার কারনে এ সাফল্য এসেছে। শিক্ষার মান আরও উন্নত করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।”
কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ব্যারিস্টার সাইফুল ইসলাম উজ্জল ফলাফলে সন্তোষ প্রকাশ করে বলেন, “রেহানা মজিদ মহিলা কলেজ এলাকার মেয়েদের উচ্চশিক্ষার আলোকবর্তিকা হয়ে উঠেছে। ভবিষ্যতে এ ধারা বজায় রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন।”
ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মো. আবদুল হক সরকার জানান, শিক্ষকদের নিষ্ঠা, শিক্ষার্থীদের পরিশ্রম ও অভিভাবকদের সহযোগিতার পাশা পাশি
শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান ও দায়িত্বশীল মনোভাবের কারণেই শিক্ষার্থীরা এ ভালো ফলাফল অর্জন করতে পেরেছে। এ ফলাফলের ধারাবাহিকতা রক্ষা করতে হলে শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকদের আরো আন্তরিকতার সহিত দায়িত্ব পালন করতে হবে।