Breaking News

বাঞ্ছারামপুর প্রেসক্লাবের ১৫ সদস্যের নতুন কমিটি গঠন, এম এ আউয়াল সভাপতি, সামি সাধারণ সম্পাদক নির্বাচিত

বাঞ্ছারামপুর প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর প্রেসক্লাবের দুই বছর মেয়াদের জন্য ১৫ সদস্যের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার প্রতীতি সংগীত নিকেতনের মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার এমরানুল হক আশেক এমরান আনুষ্ঠানিকভাবে এ নতুন কমিটি ঘোষণা করেন।

গত ২৯ অক্টোবর ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী আজ (৮ নভেম্বর) ভোটগ্রহণের তারিখ নির্ধারিত ছিল। প্রতিটি পদে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সকলেই নির্বাচিত হন।

কমিটিতে দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি এম. এ. আউয়াল সভাপতি এবং ডেইলি মর্নিং গ্লোরি পত্রিকার প্রতিনিধি ফয়সাল বিন ইউসুফ সামি সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সিনিয়র সহ-সভাপতি মো. হারুনুর রশিদ আকাশ, (দৈনিক তৃতীয় মাত্রা) সহ-সভাপতি: মো. জহিরুল হক ( দৈনিক সমাচার)। যুগ্ম সম্পাদক মাহবুব হাসান বাবু(: দৈনিক বাংলাদেশ সমাচার)। সাংগঠনিক সম্পাদক: শাহ রিফাত আবির (দৈনিক প্রতিদিনের বাংলাদেশ), অর্থ সম্পাদক গাজী আবদুল হাই: (দৈনিক জনতার), দপ্তর ও আপ্যায়ন সম্পাদক: মো. ফারুক আহমেদ(দৈনিক মানবকণ্ঠ)। তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. রফিকুল ইসলাম(দৈনিক কালবেলা), প্রচার ও প্রকাশনা সম্পাদক: ফয়সাল আহমেদ(দৈনিক আমার সংবাদ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: আব্দুল কাদির জিরানঅ( দৈনিক মানবাধিকার প্রতিদিন)
কার্যনির্বাহী সদস্য এমরানুল হক আশেক এমরান( দৈনিক আমাদের সময়), শাহ আলম সিকদার( যায়যায়দিন)। আতাউর রহমান সনেট( বাংলাদেশ প্রতিদিন) ও মো. মনিরুল হাসান আব্দুল্লাহ ( দৈনিক সরেজমিন বার্তা।
মো. নাসির উদ্দিন(দৈনিক আলোর সময়) ও বাহারুল ইসলাম( ৭১ টিভি) মানিক চন্দ্র সূত্রধর( মর্নিং পোস্ট) রুহুল আমীন( দৈনিক গণজাগরণ) মো. শাহীন মিয়া( দৈনিক ভোরের ধ্বনির) ইসমাইল হোসেন রাজু( দৈনিক গণমুক্তি)।

About Darpan News24

Check Also

হোমনায় বিয়ের নয় মাস পরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু! স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন পলাতক!

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার হোমনায় বিয়ের নয় মাস পরে সামান্থা (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *