Breaking News

কুমিল্লা -২ আসনে বেসরকারিভাবে স্বতন্ত্র প্রার্থী আবদুল মজিদ নির্বাচিত,৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত!

আবদুল হক সরকার
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২( হোমনা- মেঘনা) আসনে বেসরকারিভাবে স্বতন্ত্র প্রার্থী আবদুল মজিদ( ট্রাক) নির্বাচিত হয়েছেন। ৯৪ টি কেন্দ্রে বেসরকারি ফলাফলে আবদুল মজিদ পেয়েছেন ৪৪৪১৭ভোট।তাঁর নিকটতম প্রতিদ্বন্বী আওয়ামীলীগের সেলিমা আহমাদ নৌকা প্রতীক পেয়েছেন ৪২৪৪৩ ভোট

১০ প্রার্থীর মধ্যে ৭ জন প্রার্থীই প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায় তাঁদের জামানত হারিয়েছেন।
তাঁরা হলেন বাংলাদেশ সুপ্রিম পার্টির আবদুছ ছালাম ( একতারা) পেয়েছেন ১৬৭ ভোট।বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আবদুস সালাম ( মোমবাতি) পেয়েছেন ২৯৮ ভোট। জাতীয় পার্টির এ.টি.এম মঞ্জুরুল ইসলাম (লাঙ্গল) পেয়েছেন ৪৪১ ভোট। বাংলাদেশ খেলাফত আন্দোলনের মাওলানা সুলতান মহিউদ্দিন ( বটগাছ) পেয়েছেন ২২২ ভোট। ইসলামী ঐক্যজোটের মো. আলতাফ হোসাইন( মিনার) পেয়েছেন ৯৪৪ ভোট, তৃণমূল বিএনপির মো. মাঈনুউদ্দিন ( সোনালী আঁশ) পেয়েছেন ২৪৩ ভোট ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের সিরাজুল টম সুডেন( ছড়ি) পেয়েছেন ১০৬ ভোট।

২৫০ কুমিল্লা-২( হোমনা-মেঘনা) আসনটি হোমনা উপজেলার ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়ন এবং মেঘনা উপজেলার ৮ টি ইউনিয়ন নিয়ে গঠিত।
এর মোট ভোটার সংখ্যা ২ লাখ ৮২ হাজার ৬৬২ ভোট। উপজেলা ভিত্তিক ফলাফল হোমনা উপজেলা মোট ভোটার সংখ্যা ১৭৭৫৩৭ ভোট মোট প্রদেয় ৬৮৬২০ ভোট,বৈধ ৬৭২১৭ ভোট,বাতিল ১৪০৩ ভোট। ভোট প্রদানের হার ৩৮.৬৫ শতাংশ।

মেঘনা উপজেলায় মোট ভোটার সংখ্যা ১০৫১২৫, প্রদেয় ভোট ৪৩৬১৩,বৈধ ৪২৮৭০, বাতিল ৭৪৩, ভোট প্রদানের হার ৪১.৪৯ শতাংশ।

৭ জানুয়ারী সকাল ৮ টা থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে আইনশৃঙ্খলা রক্ষায় আনসার ও পুলিশ বাহিনীর পাশাপাশি ,বিজিবি র‍্যাব ও সেনাবাহিনীও মাঠে দ্বায়িত্ব পালন করেছেন। নারায়নপুর,রামকৃষ্ণপুর কলেজ ও ঘনিয়ারচর ভোট কেন্দ্রের বাহিরে সামান্য উত্তেজনা ছাড়া শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।

About Darpan News24

Check Also

হোমনায় প্রতিপক্ষকে ফাঁসাতে একের পর এক মিথ্যা মামলা দেয়ার অভিযোগ।

হোমনা( কুমিল্লা) প্রতিনিধি কুমিল্লার হোমনায় প্রতিপক্ষকে ফাঁসাতে মারামারি,নারীনির্যাতন ও নিজ দোকান ভাংচুর করে আদালতে মামলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *