মো. মোয়াজ্জেম হোসেন//
নারায়ণগঞ্জের আড়াইহাজারের কালাপাহাড়িয়ায় কালাপাহাড়িয়া ইউনিয়ন উন্নয়ন ফোরামের উদ্যোগে ১১ জন বিসিএস ক্যাডারদের সংবর্ধনা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (৫ ডিসেম্বর) কালাপাহাড়িয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে ১৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় চার হাজার মানুষকে স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।
এ সময় ডাক্তার, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষকসহ ইউনিয়নের বিভিন্ন সরকারি ক্যাডারে কর্মরত কৃতিসন্তান যথাক্রমে মো. আল আমিন, মো. কামাল হোসেন, ডা. আমিনুল হক, ডা. আনোয়ার উল্লাহ আপেল, ডা. মোহাম্মদ রাসেল, ডা. জান্নাতুল নাদিয়া, ডা. লুৎফুল হাসান শোভন, মো. মহিউদ্দিন, মো. রাকিব হোসেন, মো. শেখ ফরিদ ও মো. মাইনুদ্দিন কে সংবর্ধনা দেওয়া হয়।
এ ছাড়া গত বছর পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে ভর্তি ৬ শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা দেয়া হয়।
অর্থপেডিক বিশেষজ্ঞ ডা. আব্দুল মালেকের সভাপতিত্বে ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন, সাধারণ সম্পাদক মো. আবু কালাম, আড়াইহাজার প্রেস ক্লাবের সভাপতি মাসুম বিল্লাহ, সাংবাদিক জিয়াউর রহমান পুলিশ উপ-পরিদর্শক সামসুল আলম, কলেজ শিক্ষক মো. কামরুজ্জামান, উপজেলা সাবেক ছাত্রদল সদস্য সচিব মো: মোবারক হোসেন সহ সরকারি–বেসরকারি বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
দৈনিক দর্পণ নিউজ দৈনিক দর্পণ নিউজ 24