দর্পণ নিউজ ডেস্কঃ
বিশ্বকাপের আয়োজক স্বাগতিক কাতারেরর জালে প্রথম গোল করেন ইকুয়েডরের তারকা ফরোয়ার্ড এনের ভালেনসিয়া। ম্যাচের দ্বিতীয় গোলটিও করেন তিনি। তার জোড়া গোলে জয় পেয়ে যায় ইকুয়েডর। তবে প্রথম গোল মিছ না হলে বিশ্বকাপের প্রথম হেট্টিক করার সুযোগ ছিল ইকুয়েডরের ফরোয়ার্ড তারকা ফুটবলার এনের ভালেনসিয়ার।
খেলার ৫ মিনিটেই গোলের দেখা পায় ইকুয়েডর। কিন্তু অফসাইডের কারণে এনের ভালেনসিয়ার করা গোলটি শেষ পর্যন্ত বাতিল হয়।
তবে খেলার ১৬ মিনিটে ইকুয়েডরের ফরোয়ার্ড এনার ভ্যালেনসিয়াকে পেনাল্টি বক্সের মধ্যে কাতারের গোলরক্ষক সাদ আল শিব ফাউল করলে পেনাল্টি পেয়ে যায় ইকুয়েডর। এবারের বিশ্বকাপে প্রথম পেনাল্টি। পেনাল্টি থেকে গোল নিশ্চিত করেন ভ্যালেনসিয়া। এরপর ৩২ মিনিটে ডি বক্সের ভেতর থেকে হেডে গোল নিশ্চিত করেন ভেলেনসিয়া। তার জোড়া গোলে ২-০তে জয় পেয়ে যায় ইকুয়েডর।
২০ নভেম্বর রোববার কাতারের দোহার আল বাইত স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় উদ্বোধনী ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হয় স্বাগতিক কাতার।